Advertisement
Advertisement
Sachin Tendulkar

৫০ বছরেও বাইশ গজে আগ্রাসী মেজাজে শচীন, রইল ব্যাটিংয়ের ভাইরাল ভিডিও

ফের বাইশ গজ মাতালেন 'গড অফ ক্রিকেট'।

50 year old Sachin Tendulkar takes fans down memory lane, picks a wicket and smashes 27 off 16 balls। Sangbad Pratidin

ব্যাটিংয়ের মাঝে যুবরাজের সঙ্গে খুনসুটিতে মাতলেন শচীন। ছবি: X হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 18, 2024 7:21 pm
  • Updated:January 18, 2024 7:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক মাস আগেই ৫০ পেরিয়েছেন। তবে তাঁর ব্যাটিংয়ে এতটুকু মরচে পড়েনি। সেটা আরও একবার বুঝিয়ে দিলেন শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)। সুযোগ পেলেই প্রাক্তনদের সঙ্গে ক্রিকেট খেলেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন মহাতারকা। এবারও তাঁকে সেই চেনা মেজাজেই দেখা গেল। বিধ্বংসী ইনিংস খেললেন বিশ্বের তাবড় মহারথীদের সঙ্গে। এমনকী পেলেন উইকেটও। মাস্টার ব্লাস্টারের ইনিংসের ভিডিও দেখে ফ্য়ানরা হাঁটলেন স্মৃতির সরণিতে। বলাই বাহুল্য ভাইরাল হয়ে গেল সেই ভিডিও।

‘ওয়ান ওয়ার্ল্ড বনাম ওয়ান ফ্য়ামিলি’ শীর্ষক প্রদর্শনী টি-২০ ম্য়াচে খেললেন। যেখানে ১৬ বলে ঝোড়ো ২৭ রানের ইনিংস খেললেন ‘গড অফ ক্রিকেট’। শচীনের নেতৃত্বাধীন ওয়ান ওয়ার্ল্ড চার উইকেটে হারাল যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) ওয়ান ফ্য়ামিলিকে। মোট সাত দেশের ২৪ জন কিংবদন্তি ক্রিকেটার এই ম্য়াচে অংশ নিয়েছিলেন। বোলিং মহানক্ষত্র মুথাইয়া মুরলীথরনের (Muttiah Muralitharan) বলে স্টেপ আউট করে ছক্কা মারতে গিয়ে শচীন ক্য়াচ আউট হয়ে যান। নাহলে তাঁর ব্য়াট থেকে আরও রান দেখা যেত।

Advertisement

[আরও পড়ুন: ডিপফেকের শিকার শচীন, গেমিং অ্যাপের বিরুদ্ধে মুম্বই পুলিশের এফআইআর]

 

ওয়ান ফ্য়ামিলি টস জিতে প্রথমে ব্য়াট করে তোলে ১৮১ রান। সৌজন্য়ে প্রাক্তন ইংরেজ ব্য়াটার ড্য়ারেন ম্য়াডির ৪১ বলে ৫১। যুবরাজের দলের রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার অ্যালভিরো পিটারসেন ৫০ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। নমন ওঝার ব্য়াট থেকে এসেছে ১৮ বলে ২৫।

শচীনদের এই ম্য়াচ জেতার জন্য় ১২ বলে প্রয়োজন ছিল ১৭ রানের। ইরফান পাঠান অনায়াসে ম্য়াচ জিতিয়ে দেন। শচীন এর ইনস্টাগ্রামে নেটসেশনের ভিডিও দিয়েছিলেন। বোলিং মেশিনেও তিনি অনুশীলন সেরেছেন। শুধু ব্যাটে রান নয়, উইকেটও নিলেন ১০০টি শতরানের মালিক। এমনকি খেলার মাঝে যুবরাজের সঙ্গে খুনসুটিতেও মেতে উঠলেন তিনি।

[আরও পড়ুন: ১৪ বছর পর ইডেনে পা রেখেই ‘বেঙ্গল ক্যাপ’ মাথায় তুললেন লড়াকু অভীক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement