Advertisement
Advertisement
ধোনি

জানেন, কোন পাঁচটি বিশ্ব রেকর্ডের এখনও একমাত্র মালিক ধোনি?

শেষবার ইংল্যান্ডে বিশ্বকাপের মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে।

5 world records the former India captain MS Dhoni still holds
Published by: Sulaya Singha
  • Posted:August 15, 2020 10:53 pm
  • Updated:August 15, 2020 10:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকে জোড়াল হয়েছিল একটা প্রশ্ন। ফের কবে দেশের জার্সি গায়ে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে? কখনও তিনি ভারতীয় সেনা ছাউনিতে সময় কাটিয়েছেন তো কখনও পরিবারের সঙ্গে ভ্রমণে গিয়েছেন। কে জানত, সেটাই তাঁকে শেষবারের মতো নীল জার্সিতে দেখা! তাঁর ইচ্ছেতেই নাকি তারপর কোনও সিরিজে ধোনিকে রাখার সুযোগ পাননি বলেও জানিয়েছিলেন নির্বাচকরা। ফলে কোহলিদের পাশে চেনা মানুষটির দেখা মেলেনি নীল জার্সিতে। তবে অনুরাগীদের আশা ছিল আজ নয়তো কাল ফের স্বমহিমায় টিম ইন্ডিয়ায় দেখা যাবে ধোনিকে। কিন্তু এবারও সকলের ধারণা ভুল প্রমাণ করে দিলেন মিস্টার আনপ্রেডিক্টেবল। 

দেশের জার্সি গায়ে যখনই নেমেছেন, ভারতবাসীর আত্মবিশ্বাস জাগিয়েছেন। কখনও দুর্দান্ত ফিনিশার হিসেবে তো কখনও বুদ্ধিমত্তার জোরে বহু ম্যাচ একাই জিতিয়েছেন তিনি। তাই তো এক বছরেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইশ গজ থেকে দূরে থাকলেও এখনও পাঁচটি রেকর্ডের একমাত্র মালিক ধোনিই। কী কী? চলুন জেনে নেওয়া যাক।

Advertisement

[আরও পড়ুন: অ্যাঙরি ইয়াং ম্যানের সংলাপ দিয়ে নিজস্ব স্টাইলেই কেরিয়ারে ইতি টানলেন ক্যাপ্টেন কুল]

১. বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে তিনটি আলাদা আইসিসি ট্রফি জিতেছেন মাহি। ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। 
২. সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব করার রেকর্ডও ধোনির ঝুলিতে। মোট ৩৩২টি ম্যাচে অধিনায়ক ছিলেন তিনি। ২০০টি ওয়ানডে, ৬০টি টেস্ট এবং ৭২টি টি-টোয়েন্টি ম্যাচে দলের দায়িত্ব কাঁধে খেলেছেন ক্যাপ্টেন কুল। যা রেকর্ড। এই তালিকায় তাঁর পরে রয়েছেন রিকি পন্টিং। ৩২৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি।

Dhoni WC
৩. অধিনায়ক হিসেবে দলকে সবচেয়ে বেশিবার ফাইনালে পৌঁছে দেওয়ার কৃতিত্বও ধোনির। ৬টি মাল্টি-ন্যাশনাল ওয়ানডে টুর্নামেন্টের ফাইনাল খেলেছে দল। যার চারটিতেই জয়ী ভারত।
৪. ওয়ানডেতে সবচেয়ে বেশি নট-আউট থাকার রেকর্ডও ধোনির ঝুলিতেই। মোট ৮৪টি ম্যাচে অপরাজিত থেকেছেন তিনি। তাঁর পরই রয়েছেন দক্ষিণ আফ্রিকার শন পোলক। ৭২টি ম্যাচে নট-আউট ছিলেন তিনি।
৫. আন্তর্জাতিক কেরিয়ারে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের মালিকও মাহি। ৩৫০টি ম্যাচে উইকেটের পিছনে দাঁড়িয়ে ১২৩টি স্টাম্প করেছেন তিনি। আর তাঁর ডিআরএস নিয়ে কোনও প্রশ্নই চলে না। ভারতীয় হিসেবে সবচেয়ে বেশিবার ডিসিশন রিভিউ সিস্টেমে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

[আরও পড়ুন: প্রিয় ক্যাপ্টেন কুলের পথে হেঁটে একইদিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সুরেশ রায়না]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement