Advertisement
Advertisement
India vs South Africa

কেপটাউনে হচ্ছেটা কী! একদিনেই পড়ল ২৩ উইকেট, দিনের শেষে অ্যাডভান্টেজ ভারত

পেসারদের দাপটে দিশেহারা দুই দলের ব্যাটিং লাইন আপ।

23 wickets fallen in day one of India vs South Africa second test match | Sangbad Pratidin

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 3, 2024 9:04 pm
  • Updated:January 3, 2024 9:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিনেই ২৩ উইকেট। কেপটাউনে ভার‍ত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) দ্বিতীয় টেস্টের প্রথম দিন আগুন ঝরালেন বোলাররা। পেসাররাই তুলে নিলেন ২২টি উইকেট। মহম্মদ সিরাজ (Mohammad Siraj) একাই তুলে নিয়েছেন ৬ উইকেট। অন্যদিকে, জীবনে শেষবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট মাঠে নামলেন ডিন এলগার (Dean Elgar)। এই টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্বও দিচ্ছেন তিনি। তবে শেষ টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৬ রান এল তাঁর ব্যাট থেকে। 

টসে জিতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। তবে ডিন এলগারের সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরে আসে প্রোটিয়া শিবিরে। মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। মহম্মদ সিরাজের ছয় উইকেটের পাশাপাশি দুটি করে উইকেট পান জশপ্রীত বুমরাহ ও মুকেশ কুমার।

Advertisement

[আরও পড়ুন: এবার বজরংদের বিরুদ্ধেই প্রতিবাদ কুস্তিগিরদের, ‘ব্রিজভূষণের চক্রান্ত’, পালটা সাক্ষী]

লাঞ্চের পর ব্যাট করতে নেমে চাপে পড়ে ভার‍তও। ভালো শুরু করার পরেও ধস নামে ভারতীয় ইনিংসে। মাত্র ১১ বলের মধ্যে ৬টি উইকেট পড়ে যায়। ভারতীয় ইনিংসে সর্বোচ্চ ৪৬ রান করেন বিরাট কোহলি। অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকেও আসে ৩৯ রান। তবে তিন প্রোটিয়া পেসারের দাপটে ১৫৩ রানে শেষ হয়ে যায় মেন ইন ব্লুর ইনিংসও। মাত্র ৯৮ রানের লিড আসে ভারতের হাতে। দ্বিতীয় ইনিংসেও ফের দাপট শুরু করেন ভারতীয় পেসাররা। মুকেশ কুমার দুই উইকেট তুলে নিয়ে চাপ বাড়ান প্রোটিয়া শিবিরে। দিনের শেষে তিন উইকেট হারিয়ে ৬২ রান তুলেছে তারা।

কোনও টেস্টের প্রথমদিনে উইকেট পড়ার নিরিখে রেকর্ড গড়ল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। ১৯০২ সালে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড টেস্টের প্রথম দিনে মোট ২৫ উইকেট পড়েছিল। প্রথম দিনে উইকেট পড়ার নিরিখে সেই ম্যাচের ঠিক পরেই উঠে এল এদিনের খেলা। অন্যদিকে, চলতি টেস্টেই শেষবার খেলছেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। দ্বিতীয় ইনিংসে মুকেশ কুমারের বলে আউট হতেই চোখের জল মুছতে দেখা যায় তাঁকে। প্রোটিয়া অধিনায়ককে ‘বাও’ করে কুর্নিশ জানান বিরাট কোহলি। শুভেচ্ছা জানান ভারতীয় দলের অন্যান্য সদস্যরাও। 

[আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার কঠিন পিচে ভালো পারফরম্যান্সের পুরস্কার, ICC র‌্যাঙ্কিংয়ে উন্নতি কোহলির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement