Advertisement
Advertisement

Breaking News

2023 World Cup

ওয়ানডে বিশ্বকাপ থেকে ভারতের আয় প্রায় ১২ হাজার কোটি টাকা! দাবি আইসিসি রিপোর্টে

বিশ্বকাপ উপলক্ষে ভারতে তৈরি হয়েছে ৪৮ হাজার কর্মসংস্থান।

2023 World Cup: Indian economy got 11637 crore benefit during WC 2023

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 12, 2024 11:45 am
  • Updated:September 12, 2024 2:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের মাটিতে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপ থেকে আয় হয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা! আইসিসি প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, ভারতের অর্থনীতিতে বিরাট অবদান রেখেছে ২০২৩ সালের বিশ্বকাপ (2023 World Cup)। সবমিলিয়ে ১.৩৯ বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে ভারতের। ক্রিকেট ছাড়াও ব্যাপকভাবে উপকৃত হয়েছে ভারতের হোটেল, পর্যটন এবং খাবারের ব্যবসা। আইসিসির রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় মুদ্রায় প্রায় ১১ হাজার ৬৩৭ কোটি টাকা আয় হয়েছে ভারতীয় অর্থনীতির।

গত বছর ৫ অক্টোবর শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত চলেছিল বিশ্বকাপ। দেশজুড়ে ১০টি মাঠে খেলা হয়েছিল ম্যাচগুলো। প্রত্যেক ভেন্যুতে একটি করে ম্যাচ খেলেছিল ভারত। এছাড়াও মেগা টুর্নামেন্ট দেখতে ভারতে হাজির হয়েছিলেন বহু বিদেশি ক্রিকেটপ্রেমীও। সব মিলিয়ে বিশ্বকাপ উপলক্ষে ফুলেফেঁপে উঠেছে ভারতের অর্থনীতি, এমনটাই জানানো হয়েছে আইসিসির সদ্যপ্রকাশিত রিপোর্টে। সেখানে বলা হয়েছে, শুধুমাত্র হোটেল এবং খাবারের ব্যবসাতেই ৮৬১.৪ মিলিয়ন মার্কিন ডলার লাভ হয়েছে বিশ্বকাপের সময়ে।

Advertisement

[আরও পড়ুন: শনিবার ISL অভিযান শুরু ইস্টবেঙ্গলের, চুক্তিভঙ্গ বিতর্কের মধ্যেই প্র্যাকটিসে আনোয়ার

কেবল বিদেশি পর্যটকদের হাত ধরেই ২৮১.২ মিলিয়ন মার্কিন ডলার এসেছে ভারতে। পর্যটকদের মধ্যে ১৯ শতাংশ মানুষ জীবনে প্রথমবার ভারতে এসেছিলেন বিশ্বকাপ উপলক্ষে। রিপোর্টে বলা হয়েছে, বিশ্বকাপ দেখতে আসা ৬৮ শতাংশ মানুষই মনে করে পর্যটনকেন্দ্র হিসাবে ভার‍ত খুবই ভালো। বিশ্বকাপ উপলক্ষে ৪৮ হাজার কর্মসংস্থান হয়েছে। তার জেরে আয় হয়েছে ১৮ মিলিয়ন মার্কিন ডলার। মিডিয়া সম্প্রচার থেকেও ৭০.৭ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে।

বিশ্বকাপের আয় সংক্রান্ত রিপোর্ট পেশ করে আইসিসির চিফ এক্সিকিউটিভ জিওফ আলারদিস জানান, “২০২৩ সালের বিশ্বকাপ দেখিয়ে দিয়েছে, ক্রিকেটের আর্থিক ক্ষমতা কতখানি। ১.৩৯ বিলিয়ন মার্কিন ডলার লাভ হয়েছে ভারতীয় অর্থনীতিতে। বহু কর্মসংস্থান তৈরির পাশাপাশি পর্যটনের মঞ্চেও ভারতকে পরিচিত করেছে মেগা টুর্নামেন্ট।” তাঁর মতে, আগামী দিনেও বড়মাপের টুর্নামেন্ট আয়োজনে যথেষ্ট সক্ষম ভারত। তার জেরে লাভ হবে ভারতের অর্থনীতিতেও।

[আরও পড়ুন: বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে একই দিনে হার ব্রাজিল-আর্জেন্টিনার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement