সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুর্নামেন্টের প্রথম ম্যাচে গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ফাঁকা চেয়ার দেখে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। অনেকেই প্রশ্ন তোলা শুরু করেছিলেন, বিশ্বকাপ নিয়েই উৎসাহের এতটা খামতি, তবে কি ওয়ানডে ক্রিকেট (ODI Cricket) মৃতপ্রায়! মাস খানেকর মধ্যেই সেইসব নিন্দুকদের মুখে ছাই দিয়ে দিলেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। দর্শকসংখ্যার নিরিখে নয়া রেকর্ড গড়ে ফেলল আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (ICC World Cup 2023)।
শনিবার সকালে আইসিসি সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছে, বিশ্বকাপে মাঠে গিয়ে খেলা দেখা দর্শকসংখ্যা ১০ লক্ষ পেরিয়ে গেল। গ্রুপ পর্বের তিনটি এবং নক-আউট পর্বের তিনটি ম্যাচ বাকি থাকতেই এই বিরাট সংখ্যক দর্শক মাঠমুখো হয়েছেন। যা কিনা রেকর্ড। আগামী কয়েকটি ম্যাচের দর্শক যোগ করলে, এই সংখ্যাটা আরও অনেকটাই বাড়বে।
বিশ্বকাপের এই সাফল্যের কৃতিত্বের অনেকটাই দাবিদার বিসিসিআই (BCCI)। বোর্ড সচিব জয় শাহও (Jay Shah) বিপুল এই দর্শক সমাগম নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলছেন,”আমাদের লক্ষ্য ছিল এই বিশ্বকাপকে সর্বকালের সেরা বিশ্বকাপ হিসাবে তুলে ধরা। আমি খুব খুশি যে দর্শকসংখ্যায় সর্বকালের রেকর্ড আমরা ভেঙে ফেলেছি। তবে সেরাটা আসা এখনও বাকি। টুর্নামেন্টের শেষদিকটায় আমরা সেরা সুযোগ সুবিধাই দেব দর্শকদের।”
শুধু মাঠের দর্শকসংখ্যায় নয়, ঘরে বসে টেলিভিশন বা মোবাইলেও এবার বিশ্বকাপ দেখছেন রেকর্ড সংখ্যক মানুষ। এবার ভিউয়ারশিপের সব রেকর্ড ভেঙে ফেলেছে ডিজনি+হটস্টার। সার্বিকভাবে দর্শকসংখ্যার নিরিখে বিশ্বকাপ পুরোপুরি সফল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.