Advertisement
Advertisement
IPL 2022

IPL 2022: দেশের ৬টি ভেন্যুতে হতে চলেছে আইপিএল ১৫! সামনে এল ফাইনালের দিনক্ষণও

কলকাতাতে কি আদৌ কোনও ম্যাচ হবে?

IPL 2022: 15th season of IPL likely to be played at 6 venues from this date | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 19, 2022 2:12 pm
  • Updated:March 21, 2022 1:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর দেশের মাটিতে আইপিএলের আসর বসলেও করোনা অতিমারীর বাড়বাড়ন্তে মাঝপথেই তা স্থগিত হয়েছিল। এরপর বাকি টুর্নামেন্ট আয়োজিত হয় সংযুক্ত আরব আমিরশাহীতে। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ভারতেই আইপিএলের (IPL 2022) আয়োজন করতে মরিয়া ভারতীয় ক্রিকেট বোর্ড। আর বর্তমানে দেশের সংক্রমণকে অনেকটাই বাগে আনা হয়েছে। শোনা যাচ্ছে, সেই কারণেই নাকি ছ’টি ভেন্যুকে বেছে নেওয়া হয়েছে। এমনকী ফাইনাল ম্যাচ কোথায় হতে পারে, তাও ঠিক হয়ে গিয়েছে।

এই প্রথম কোটিপতি লিগে অংশ নেবে দশটি দল। নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে নাম লিখিয়েছে আহমেদাবাদ এবং লখনউ। সম্প্রতি বেঙ্গালুরুতে আয়োজিত আইপিএলের মেগা নিলামে (IPL Auction 2022) ঘরও গুছিয়ে ফেলেছে দলগুলি। কেকেআর (KKR) যেমন ঘোষণা করে দিয়েছে, শ্রেয়স আইয়ারই হচ্ছেন তাদের পরবর্তী অধিনায়ক। আর টুর্নামেন্টের প্রথম ম্যাচেই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন শ্রেয়স। গতবারের রানার্স-আপ হিসেবে শাহরুখ খানের দল নামবে চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে। যা খবর, আগামী ২৭ মার্চ শুরু হবে আইপিএলের ১৫তম মরশুম। ফাইনাল ২৮ মে।

Advertisement

[আরও পড়ুন: সহজ ক্যাচ মিস, ভুবনেশ্বরের উপর চটে গিয়ে এ কী করলেন রোহিত! ভিডিও ভাইরাল]

একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আসন্ন টুর্নামেন্টের জন্য মোট ছ’টি ভেন্যু বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে পাঁচটি ভেন্যু মহারাষ্ট্রেই। প্রাথমিকভাবে শোনা যাচ্ছে, ওয়াংখেড়ে, ব্রেবন, ডিওয়াই পাতিল, মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং নবি মুম্বইয়ে নবনির্মিত জিও স্টেডিয়ামে বসতে পারে আইপিএলের (IPL 2022) আসর। এই পাঁচটি স্টেডিয়ামে হবে ৭০টি ম্যাচ। বলাই বাহুল্য, এমনটা হলে মুম্বইবাসীর পোয়া বারো।

প্লে-অফের ম্যাচগুলি এবং ফাইনালটি হতে পারে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। অর্থাৎ অভিষেক মরশুমে আহমেদাবাদ ফাইনালে পৌঁছতে পারলে ঘরের মাঠে খেলার সুযোগ পেতে পারেন হার্দিক পাণ্ডিয়ারা। সব ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষেই সব জল্পনার অবসান ঘটিয়ে আইপিএলের দিনক্ষণ ও ভেন্যু সরকারিভাবে ঘোষণা করবে বিসিসিআই।

[আরও পড়ুন: ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে কষ্টার্জিত জয়, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ ভারতের পকেটে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement