Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

স্বপ্নপূরণ! ব্রিসবেনের নেটে রোহিতদের বল করার সুযোগ পেল ১১ বছরের খুদে, দেখুন ভিডিও

খুদে বাঁহাতি পেসারের প্রতিভা দেখে ভারতীয় দলের সকলেই অভিভূত।

11 years old bowls to Rohit Sharma in India nets | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 16, 2022 2:36 pm
  • Updated:October 16, 2022 2:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) প্রস্তুতিতে খুবই ব্যস্ত ভারতীয় দল। সেই সময়ে ক্যাপটেন রোহিত শর্মার নজর কাড়ল এক খুদে বোলার। মাত্র এগারো বছর বয়সী এই ছোট্ট ছেলেকে ভারতীয় দলের নেটেও ডেকে আনলেন ভারত অধিনায়ক। তারপর ভারত অধিনায়ককে বেশ কয়েকটি বলও করে ওই কিশোর। গোটা ঘটনার ভিডিও পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

জানা গিয়েছে, এই কিশোরের নাম দ্রুশিল শর্মা। ভারতীয় হলেও সে বরাবর অস্ট্রেলিয়ার নাগরিক। রবিবার ভারতীয় দলের প্র্যাকটিসের আগে মাঠে খেলছিল সে। তখনই ড্রেসিংরুম থেকে তাকে লক্ষ্য করেন ভারতীয় ক্রিকেটাররা। এত ছোট বয়সে এই বাঁ হাতি পেসারের সাবলীল রান আপ দেখে মুগ্ধ হন কোচ থেকে ক্রিকেটার সকলেই। বেশ কিছুক্ষণ দ্রুশিলের বোলিং দেখার পরে তাকে ভারতীয় দলের নেটে ডেকে পাঠান অধিনায়ক রোহিত (Rohit Sharma)।

[আরও পড়ুন: প্রথম ম্যাচে হার, প্রবল চাপের মুখেই আজ কেরালার বিরুদ্ধে নামছে মোহনবাগান]

নেটে এসে বেশ খানিকক্ষণ বোলিং করে দ্রুশিল। ব্যাটার রোহিত বেশ সমঝেই এই কিশোরের বোলিংয়ের মোকাবিলা করলেন। আবারও ভারতীয় দলের সকলের মন জয় করে নেয় সে। কথা প্রসঙ্গে জানা যায়, শনিবারই রোহিতের সঙ্গে দেখা হয়েছিল দ্রুশিলের বাবার। এই বাঁ হাতি পেসার আরও বলেছে, ইনসুইং ইয়র্কার আর আউটসুইং বল করতে সবচেয়ে বেশি পছন্দ করে সে। বড় হয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে এগারো বছরের দ্রুশিল।

তার দিকে প্রশ্ন ছুঁড়ে রোহিত শর্মা জানতে চান, ভারতীয় দলের (Indian Cricket Team) হয়ে ক্রিকেট খেলতে চাও? কিন্তু দ্রুশিল জানে না, কবে ভারতে আসতে পারবে সে। তাই ভারতের হয়ে খেলার পরিকল্পনা আপাতত নেই তার। তবে ভারতীয় দলের সকলেই একমত, যথেষ্ট প্রতিভাবান এই কিশোর। আগামী দিনে ক্রিকেটার হিসাবে অনেক দূর যাবে সে, এমনটাই মত রোহিতদের।

অন্যদিকে, পুরোদমে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে রোহিত ব্রিগেড। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে একটি ম্যাচে হার মানতে হয়েছে ভারতীয় দলকে। সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচের অন্যতম প্রশ্ন হতে চলেছে বিরাট কোহলি। প্রথম দু’টি প্রস্তুতি ম্যাচে ব্যাট করেননি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁকে ব্যাট হাতে দেখা যাবে কি, অপেক্ষায় বিরাট-ভক্তরা।

[আরও পড়ুন:সৌরভের জন্য এখনও খোলা আইসিসি চেয়ারম্যান হওয়ার রাস্তা! সিদ্ধান্ত বোর্ডের বার্ষিক সভায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement