ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই ক্রিকেটার–সহ করোনায় (Covid-19) আক্রান্ত একাধিক সাপোর্ট স্টাফ। সংক্রমণ রুখতে জারি হওয়া নিয়ম অনুযায়ী আগামী ৬ সেপ্টেম্বরের আগে আর আইসোলেশন থেকে বেরতে পারবেন না চেন্নাইয়ের খেলোয়াড়রা। এই পরিস্থিতিতে আইপিএলের শুরু থেকেই কী মাঠে নামবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)? সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। গোটা বিষয়টি খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে। এমনটাই জানালেন মহারাজ।
এক সাক্ষাৎকারে চেন্নাইয়ের এই অনিশ্চয়তা নিয়ে প্রশ্ন করা হলে সৌরভ বলেন, ‘‘চেন্নাই দলের এই পরিস্থিতি নিয়ে আমি এখনই কোনও মন্তব্য করতে পারব না৷ সিএসকে শুরু থেকে মাঠে নামতে পারবে কি না, সেটা দেখতে হবে৷ আমি আশা করি আইপিএলের আয়োজন ভালই হবে৷ টুর্নামেন্টের জন্য আমরা লম্বা সূচি তৈরি করেছি৷ আশা করি সবকিছু ভাল ভাবেই মিটবে৷’’
ইতিমধ্যেই আইপিএলের প্রত্যেকটি দল আমিরশাহী পৌঁছে গিয়েছে৷ তবে দলের একাধিক সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পর নতুন করে কোয়ারেন্টাইনে চলে গিয়েছে মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)-সহ গোটা চেন্নাই দল৷ তার উপরে ব্যক্তিগত কারণে দেশে ফিরে এসেছেন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান সুরেশ রায়না (Suresh Raina)৷ শুধু তাই নয়, দলের নির্ভরযোগ্য স্পিনার হরভজন সিংও (Harbhajan Singh) এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন কি না তা নিয়ে দোটানায় রয়েছেন৷ চেন্নাইয়ে দলের প্রস্তুতি শিবিরেও অংশ নেননি তিনি৷ এখনও বিভিন্ন দলের বেশ কিছু বিদেশি ক্রিকেটার তাঁদের দলের সঙ্গে যোগ দেননি৷ মনে করা হচ্ছে, যেভাবে চেন্নাই শিবিরে করোনা থাবা বসিয়েছে, তাতে এবারের আইপিএলে অংশগ্রহণ নিয়ে অনেকেই দ্বিতীয় বার ভাববেন৷
তবে সৌরভের মতে, বাস্তব পরিস্থিতির সঙ্গে সবাইকেই মানিয়ে নিতে হবে৷ BCCI সভাপতির কথায়, ‘গোটা বিশ্ব করোনার বিরুদ্ধে লড়াই করছে৷ সব জায়গায় দর্শকহীন স্টেডিয়ামেই ক্রিকেট, ফুটবল ম্যাচের আয়োজন হচ্ছে৷ আমাদেরও বাস্তবটা মেনে নিতে হবে৷’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.