রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ২০ ওভারে ১৬৪/৬ (পাড়িক্কল ৭৪, বুমরাহ ৩/১৪)
মুম্বই ইন্ডিয়ান্স: ১৯.১ ওভারে ১৬৬/৫ (সূর্যকুমার ৭৯*, সিরাজ ২/২৮)
মুম্বই ইন্ডিয়ান্স পাঁচ উইকেটে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেবারে শেষ পর্যায়ে IPL। চলছে শেষচারে যাওয়ার লড়াই। আর টুর্নামেন্ট যত গড়াচ্ছে, ততই যেন ভয়ংকর হয়ে উঠছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। বুধবার দলের অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়াই বিরাট কোহলির RCB-কে পাঁচ উইকেটে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। ১৬৫ রান তাড়া করতে নেমে সূর্যকুমার যাদবের ৪৩ বলে অনবদ্য ৭৯ রানের ইনিংসই দু’দলের মধ্যে ফারাক করে দিল। কাজে এল না আরসিবির দেবদূত পাড়িক্কলের ৭৪ রানের ইনিংসও। এদিনের জয়ের ফলে কার্যত প্লে–অফে চলেই গেল মুম্বই।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কায়রন পোলার্ড। রোহিতের অনুপস্থিতিতে এদিনও তিনিই অধিনায়কত্ব করেন। যদিও আরসিবির দুই ওপেনার দুরন্ত শুরু করেন। ২৪ বলে ৩৩ রান করে ফিলিপ যখন আউট হন তখন দলের রান ৭.৫ ওভারে ৭১ রান। এরপর ৯ রান করে ফিরে যান অধিনায়ক বিরাটও (Virat Kohli)। তবে আরেক ওপেনার দেবদূত পাড়িক্কল এবং এবি ডি’ভিলিয়ার্স দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। ১৫.২ ওভারে আরসিবির ১৩১ রানের মাথায় আউট হন এবি ডি’ভিলিয়ার্স (১৫)।
আর এরপরই আচমকা ধস নামে বিরাটদের ব্যাটিং লাইন আপে। দুরন্ত বোলিংও করেন মুম্বইয়ের পেসাররা। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রানে থামে আরসিবির ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ রান দেবদূতের। ৪৫ বলে ৭৪ রান করেন তিনি। অন্যদিকে, মুম্বইয়ের হয়ে তিনটি উইকেট নেন বুমরাহ। চার ওভারে মাত্র ১৪ রান দেন তিনি।
১৬৫ রান তাড়া করতে নেমে মুম্বইয়ের হয়ে রোহিতের অভাব একাই ঢেকে দেন সূর্যকুমার যাদব। শুরুটা ভাল করলেও ১৯ রান করে ফিরে যান ডি’কক। ২৫ রান করে আউট হন ইষান কিশান। এরপর দ্রুত ফিরে সৌরভ তিওয়ারি এবং ক্রুণাল পাণ্ডিয়াও। কিন্তু সূর্যকুমার যাদব একাই দ্রুত গতিতে রান তুলতে থাকেন। তাঁকে যোগ্যসঙ্গত দেন হার্দিক পাণ্ডিয়াও। তবে তিনিও সূর্যের ‘ছায়া’য় কার্যত ঢাকা পড়ে যান।
চলতি আইপিএলে দুরন্ত ফর্মে থাকলেও আসন্ন অস্ট্রেলিয়া (Australia) সফরে ডাক পাননি। তাঁরই জবাব যেন এদিন ব্যাট হাতে দিলেন সূর্য (Surya Kumar Yadav)। পাশাপাশি দলকে জিতিয়ে পৌঁছে দিলেন প্লে–অফেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.