সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো প্লেট, গোলাপি হাতল৷ এমন ব্যাট ক্রিকেট বিশ্ব আগে দেখেনি৷ ফলে বিগ ব্যাশের ম্যাচ দেখে চমকে গিয়েছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কর্তারাও৷ ক্যারিবিয়ান ব্যাটসম্যান আন্দ্রে রাসেল ওই ব্যাটে খেলার পর ম্যাচ রেফারিরা অভিযোগ জানিয়েছিলেন, ব্যাটের কালো রং উঠে বলে লাগছে৷ ফলে ফিল্ডারদের অসুবিধা হচ্ছে৷ তারপর থেকে নড়েচড়ে বসেছিলেন সিএ’র কর্তারাও৷
ওই ব্যাটে খেলা যাবে কি না তা নিয়ে পর্যালোচনায় বসেছিলেন তাঁরা৷ অবশেষে মঙ্গলবার কালো ব্যাটে খেলার ব্যাপারে ছাড় দিলেন তাঁরা৷ ব্যাটের উপর আলাদা একটি কভার পরানো হবে এবার থেকে৷ যার ফলে ব্যাট থেকে আর কালো রং উঠে বলে লাগবে না৷ যদিও সিএ’র এক কর্তা বলছেন, “ব্যাটটি পরীক্ষা করে দেখা হবে আরও কয়েক দফা৷ আপাতত আমরা ওই ব্যাটে খেলার ব্যাপারে ছাড় দিয়েছি৷ পরবর্তীকালে ওই ব্যাট নিয়ে কোনও সমস্যা দেখা দিলে সেটি নিষিদ্ধ করে দেওয়া হতে পারে৷ আসলে কালো ব্যাট নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে আলাদারকম উৎসাহ তৈরি হয়েছে৷ তাই আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি৷”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.