Advertisement
Advertisement

Breaking News

রোজগারের ৩৩ শতাংশ দিতে হবে সরকারি তহবিলে, ক্রীড়াবিদদের নির্দেশ সরকারের

এই টাকা নাকি ব্যবহার করা হবে খেলাধূলার উন্নতিকল্পে৷

Cough up 33% earnings, Haryana govt’s diktat to athletes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 8, 2018 12:35 pm
  • Updated:June 8, 2018 12:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে গা ঘামিয়ে পরিশ্রমক করে রোজগার করবেন খেলোয়াড়রা৷ আর সেই রোজগারের এক তৃতীয়াংশ দিতে হবে সরকারি তহবিলে৷ বিতর্কিত এই নির্দেশিকা জারি করেছে বিজেপি শাসিত হরিয়ানা সরকার৷ খট্টর সরকারের জারি করা এই নির্দেশিকায় সে রাজ্যে এখন বিতর্ক চরমে৷ সরকারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছেন অ্যাথলিটরা, সিদ্ধান্ত মানতে পারছে না বিজেপিরই একাংশ৷

[সুনীলের গোলেও শেষরক্ষা হল না, নিউজিল্যান্ডের কাছে অপ্রত্যাশিত হার ভারতের]

সাক্ষী মালিক, যোগেশ্বর দত্ত, ববিতা ফোগট, গীতা ফোগটদের রাজ্য হরিয়ানা৷ হরিয়ানার খেলাধুলার চর্চা মানেই কুস্তি আর ক্রিকেট৷ কুস্তিতে যেমন বিশ্বমানের তারকা উঠে এসেছে এই রাজ্য থেকে তেমনি উঠে এসেছেন বীরেন্দ্র শেহবাগ, আশিস নেহেরার মত বিশ্বমানের ক্রিকেটাররাও৷ এহেন হরিয়ানায় এবার ক্রীড়াবিদদের জন্য খারাপ খবর৷ সরকারি চাকরি করেন এমন ক্রীড়াবিদরা খেলা বা বিজ্ঞাপন থেকে যে পরিমাণ টাকা রোজগার করেন তার ৩৩ শতাংশ জমা দিতে হবে সরকারের ক্রীড়া তহবিলে৷ গত ৩০ মে এমনই নির্দেশিকা জারি করেছে মনোহরলাল খট্টরের সরকার৷ এমনকী খেলাধূলা সংক্রান্ত কারণে চাকরি থেকে ছুটি নিলে সেই সময়ের বেতনও দেওয়া হবে না ক্রীড়াবিদদের৷ খেলা বা বিজ্ঞপনী শ্যুটিংয়ের জন্য কোনও খেলোয়াড় ছুটি নিলে সেই ছুটি বেতনহীন ছুটি হিসেবে গ্রাহ্য হবে৷ ছুটিতে থাকাকালীন যে টাকা তিনি রোজগার করবেন তার ৩৩ শতাংশ যাবে সরকারের খাতায়৷ যদি, কোনও খেলোয়াড় কর্তব্যরত অবস্থায় কোনও ক্রীড়া প্রতিযোগিতা বা বিজ্ঞাপনী শ্যুটিংয়ে অংশ নেন তাহলে সেই খেলা বা বিজ্ঞাপন থেকে তাঁর রোজগার করা পুরো টাকাটাই যাবে সরকারি ক্রীড়া তহবিলে৷

Advertisement

 

[জাতীয় দলে সুযোগ শচীন-পুত্র অর্জুনের, অভিষেক শ্রীলঙ্কার বিরুদ্ধে]

সরকারের দাবি, এইভাবে রোজগার করা টাকা নাকি ব্যবহার করা হবে খেলাধুলার উন্নতিকল্পে৷ তবে সরকারের এই সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ ক্রীড়াবিদরা৷ খেলাধুলার সাফল্যের জন্য অনেক অ্যাথলিটকেই সাম্মানিক সরকারি পদে নিয়োগ করা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খেলার প্রতি দায়বদ্ধতার জন্য চাকরিক্ষেত্রে মন দিতে পারেন না৷ সেই সব অ্যাথলিটদের জন্য এই সাম্মানিক সরকারি পদ এবার সমস্যার কারণ হয়ে উঠতে চলেছে৷ ইতিমধ্যেই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বেশ কিছু ক্রীড়াবিদ৷ প্রয়োজনে সরকারি চাকরি এবং সাম্মানিক পদ ছেড়ে দেওয়ারও হুঁশিয়ারি দিচ্ছেন তারা৷ সিদ্ধান্তে খুশি নয় রাজনৈতিক মহলও৷ বিরোধীরা সরকারের এই সিদ্ধান্তকে নিন্দনীয় হিসেবে বর্ণনা করছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement