Advertisement
Advertisement
Copa America Brazil team profile

কোপায় এবার ফেভারিট নেইমাররাই, একনজরে দেখে নিন ব্রাজিলের টিম প্রোফাইল

অতিরিক্ত নেইমার নির্ভরতা ভোগাতে পারে তিতেকে।

Copa America: Here is the Brazil team profile
Published by: Subhajit Mandal
  • Posted:June 6, 2021 4:13 pm
  • Updated:June 6, 2021 6:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা অতিমারীর (CoronaVirus) আতঙ্ক কাটিয়ে শুরু হচ্ছে কোপা আমেরিকা। ব্লকবাস্টার ফুটবল টুর্নামেন্টের দাবিদারদের শক্তি কী? এক্স ফ্যাক্টর কে? এ সমস্ত কিছুই খুঁজে দেখল ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। আজ ব্রাজিল (Brazil)।

শক্তি:
শক্তিশালী রক্ষণ। মারকুইনহস, থিয়াগো সিলভা (Thiago Silva), ডানিলো, অ্যালেক্স স্যান্ড্রোদের মতো প্রথম সারির ডিফেন্ডাররা আছেন, যাঁরা যে কোনও প্রতিপক্ষের আক্রমণের ঝড় চিনের প্রাচীরের মতো সামলাতে পারেন। সেই সঙ্গে রয়েছেন কাসেমিয়েরোর মতো বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডিও। আবার গোলকিপার অ্যালিসনের উপস্থিতি দলের আরেক শক্তি।

Advertisement

[আরও পড়ুন: ইউরোয় এবার তরুণরাই তুরুপের তাস ইংল্যান্ডের, কেমন হল ‘থ্রি লায়ন্স’-এর দল?]

দুর্বলতা:
অতিরিক্ত নেইমার (Neymar) নির্ভরতা। ফরোয়ার্ড লাইন একটু হলেও দুর্বল। দলের এক নম্বর স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ফর্মে নেই।
এক্স ফ্যাক্টর:
অবশ্যই নেইমার। দলের সেরা তারকা। বয়সে নবীন হলেও বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা আছে। অনবদ্য স্কিল, নিখুঁত ফিনিশিং, গতি, কী নেই। বিশ্বের অন্যতম সেরা এই তারকার উপরই নির্ভর করবে কোপায় ব্রাজিলের ভাগ্য।
সেরা তরুণ তারকা:
ভিনিসিয়াস জুনিয়র। খুব অল্প সময়েই রিয়াল মাদ্রিদের প্রথম দলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। উইং দিয়ে ভাল দৌড়াতে পারেন। গতি এবং স্কিল দুটোই আছে।
পুরো দল:
অ্যালিসন (গোলরক্ষক), এডেরসন (গোলরক্ষক), ওয়েভারটন (গোলরক্ষক), মারকুইনহস, এদের মিলিটাও, লুকাস, থিয়াগো সিলভা, রেনান লোডি, অ্যালেক্স স্যান্ড্রো, ডানিলো, ডানি আলভেস, কাসেমিয়েরো (অধিনায়ক), ফ্যাবিনহো, ফ্রেড, এভার্টন, লুকাস পাকুয়েতা, এভার্টন রিবিয়েরো, নেইমার, গ্যাব্রিয়েল জেসুস, ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লসন, ফিরমিনো, বার্বোসা

[আরও পড়ুন: এবারেও ইউরো জয়ের অন্যতম দাবিদার জার্মানি, কেমন হল জোয়াকিম লো’র দল?]

হেড কোচ:
টিটে। দলকে আক্রমণাত্মক ফুটবল খেলাতে ভালবাসেন। অনেকদিন দলের সঙ্গে যুক্ত দারুণ ট্যাকটিশিয়ান।
কোন ফর্মেশনে খেলতে পারে দল?
৪-৩-৩
প্রথম একাদশ:
অ্যালিসন (গোলরক্ষক), ডানিলো, মারকুইনহস, থিয়াগো সিলভা/মিলিটাও, অ্যালেক্স স্যান্ড্রো, কাসেমিয়েরো (অধিনায়ক), ফ্রেড, লুকাস পাকুয়েতা/এভার্টন রিবিয়েরো, নেইমার, গ্যাব্রিয়েল জেসুস, ভিনিসিয়াস জুনিয়র/রিচার্লসন

কোপায় সেরা ফল:
৯ বারের চ্যাম্পিয়ন
সম্ভাবনা: এবারেও কোপায় ফেভরিট দল ব্রাজিলই। এবারে সেলেকাওদের গ্রুপে রয়েছে কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, এবং ভেনেজুয়েলা। গ্রুপ পর্ব থেকে শেষ আটে যাওয়া নিয়ে নেইমারদের কোনও সংশয় নেই। সত্যি কথা বলতে খাতায় কলমে ব্রাজিলই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। তবে, নেইমার ছাড়াও গোল করার লোক প্রয়োজন। এখন দেখার ঘরের মাঠে তাঁরা কেমন পারফর্ম করে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement