Advertisement
Advertisement

OMG! প্রকাশ্যে মহিলাদের সঙ্গে যৌনক্রিয়ায় মত্ত হলেন গেইল!

ভিডিওটি দেখলে হকচকিয়ে যাবেন!

Colourful Chris Gayle rocks New Year carnival in typical style
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 4, 2017 5:53 pm
  • Updated:January 4, 2017 5:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ওয়ার্ক হার্ড, পার্টি হার্ডার৷’ এই প্রবাদেই বিশ্বাসী ক্রিস গেইল৷ সে কথা তাঁর ভক্তদের বেশ ভালভাবেই জানা৷ তাই বাইশ গজের বাইরে তাঁর জীবনযাপনের ধারা অনেক ক্রিকেটারের থেকেই আলাদা৷ চার দেওয়ালের ভিতর তিনি কী করছেন, তা জানতে অনুগামীরা মুখিয়ে থাকেন৷ এবার অবশ্য তাঁর কাণ্ড কারখানা দেখার জন্য অন্দরমহলে উঁকি মারতে হল না৷ দিনের আলোয় প্রকাশ্যেই নতুন বছরের উৎসবের সেলিব্রেশনে মাতলেন ক্যারিবিয়ান তারকা৷ তাও আবার এক্কেবারে অন্যরকমভাবে৷ যা দেখতে ক্রিকেটপ্রেমীরা খুব একটা অভ্যস্ত নন৷

gayle

Advertisement

নারী সঙ্গ যে গেইলের প্রিয়, তা নতুন বিষয় নয়৷ ঠিক এক বছর আগে এই দিনেই বিগ ব্যাশের এক সঞ্চালিকাকে বিয়ারের প্রস্তাব দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি৷ কিন্তু তাই বলে সেন্ট কিটের রাজধানীর প্রকাশ্য রাস্তায় এমনটা করবেন কেউ ভেবেছিলেন? বাড়াবাড়িও অবশ্য বলা যাবে না৷ কারণ সেখানে প্রতি বছর স্থানীয়রা ‘আল্ট্রা ফেসটিভ্যাল’-এ এভাবেই বর্ষবরণে সামিল হয়ে থাকেন৷ কী করলেন গেইল? ভিডিওটি দেখলে এক মুহূর্তের জন্য হকচকিয়ে যেতে পারেন৷ তবে ক্যারিবিয়ান নাচের ধরন বলে কথা! গেইলের আর কী দোষ!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement