সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য ঝুলে রয়েছে অঙ্কের হিসেবে। দল যা জঘন্য পারফরম্যান্স করছে তাতে বিশ্বকাপজয়ের স্বপ্ন হয়তো আর অতি বড় আর্জেন্টাইনও দেখতে সাহস পাবেন না। কিন্তু তা বলে বুয়েনস আইরেসে উত্তেজনার কোনও খামতি নেই, আর সেই উত্তেজনাকেই অসাধু ব্যবসার কাজে লাগাচ্ছে একশ্রেণির ব্যবসায়ী। বিশ্বকাপ ট্রফির রেপ্লিকার মধ্যে কোকেন ভরতি করে পাচার করা হচ্ছে একপ্রান্ত থেকে অন্য প্রান্তে। হদিশ মিলেছে বড়সড় চক্রের। গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে।
বিশ্বকাপ শুরুর আগে থেকেই ‘নার্কোস ডে লা কোপা’ নামের একটি পাচার চক্র কাজ করছিল আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে। এদের কোকেন পাচারের ধরনও ছিল অভিনব। পুলিশের নজর এড়াতে এরা পাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করত বিশ্বকাপ ট্রফির রেপ্লিকাকে। নকল ট্রফি বানিয়ে তাঁর ভিতরে ভরতি করা হত কোকেন, মারিজুয়ানার মতো নিষিদ্ধ মাদক। যেহেতু বিশ্বকাপের মরশুম, তাই ট্রফি হাতে ফাকা রাস্তা দিয়ে গেলেও পড়তে হত না পুলিশের সন্দেহের আওতায়। কিন্তু শেষরক্ষা হল না পাচারকারীদের। শুক্রবার রাতে একইভাবে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়ল চক্রটির বেশ কয়েকজন সদস্য। চক্রটির কাছ থেকে এখনও পর্যন্ত ২০ কেজি মারিজুয়ানা, ১০ কেজি কোকেন উদ্ধার হয়েছে। ‘পাকো’ নামের ওই কোকেন ছাড়াও ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে পাচারকারীদের কাছ থেকে। হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে মোট ৬ জনকে। এদের মধ্যে ২ জন মহিলা।
বুয়েনস আইরেসের এক মন্ত্রী জানাচ্ছেন, ওই চক্রটি আর আগেও বিভিন্ন ছলে মাদক পাচার করছে, কিন্তু এবার হাতেনাতে ধরে তাদের জেলযাত্রা নিশ্চিত করেছে পুলিশ। আপাতত বুয়েনস আইরেসে কারও হাতে বিশ্বকাপের রেপ্লিকা দেখা গেলেই চালানো হচ্ছে তল্লাশি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.