Advertisement
Advertisement

Breaking News

Sangbad Pratidin

‘সংবাদ প্রতিদিন’-এর ফুটবল টুর্নামেন্ট, জয়ী হল সার্কুলেশন

রানার্স আপ ডিজিটাল ১।

Circulation beats Digital 1 to win Sangbad Pratidin football tournament | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:July 16, 2023 9:00 am
  • Updated:July 16, 2023 11:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সংবাদ প্রতিদিন (Sangbad Pratidin) ইন্টার ডিপার্টমেন্ট চ্যাম্পিয়ন্স কাপ ২০২৩’-এ চ‌্যাম্পিয়ন হল ‘সার্কুলেশন’। ফাইনালে মুখোমুখি হয়েছিল ‘সার্কুলেশন’ এবং ‘ডিজিটাল-১’। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শুভেন্দু ঘোষের একমাত্র গোলে চ্যাম্পিয়ন হল ‘সার্কুলেশন’।

প্রতিযোগিতায় ৯ গোল করে গোল্ডেন বুটও পেলেন শুভেন্দু। সেরা গোলকিপার হলেন এই দলের জয়দেব ঘোষ। প্রতিযোগিতার সেরা হলেন ‘ডিজিটাল-১’ দলের শঙ্খ বিশ্বাস। ফেয়ার প্লে ট্রফি পেয়েছে ‘ডিজিটাল-২’।

Advertisement

[আরও পড়ুন: ‘ভারতের বেকেনবাওয়ার’ পাচ্ছেন মোহনবাগান রত্ন, দলকে ISL জিতিয়ে বর্ষসেরা ফুটবলার বিশাল কাইথ]

নানা বিভাগ থেকে মোট ১০টি দলকে নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়। দু’টি গ্রুপে রাউন্ড রবিন লিগে খেলা হওয়ার পরে সেমিফাইনালে ওঠে চারটি দল।

এদিন মাঠের পাশে উপস্থিত থেকে দলগুলিকে উৎসাহ দেওয়ার পাশাপাশি ফাইনালের শেষে পুরস্কার দিলেন ‘সংবাদ প্রতিদিন’-এর প্রধান সম্পাদক সৃঞ্জয় বোস। এছাড়াও ফাইনালে উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র সহ অন্যরা।

এছাড়া মহিলা কর্মীদের নিয়ে হওয়া ‘কিক দ্য বল’ ইভেন্টে যুগ্মভাবে প্রথম হয়েছেন শম্পালী মৌলিক ও মৌমিতা মজুমদার। যুগ্ম দ্বিতীয় দীপালি সেন ও সুপর্ণা মজুমদার, তৃতীয় চৈতালী বক্সী।

[আরও পড়ুন: এশিয়ার সেরা তিন রেফারির মধ্যে বাংলার প্রাঞ্জল, খেলাতে পারেন ২০২৬ বিশ্বকাপও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement