Advertisement
Advertisement

Breaking News

“আমার ব্যাটটা বেশ বড়” – মহিলা সাংবাদিককে কী ইঙ্গিত গেইলের?

এবার কী কাণ্ড ঘটালেন তিনি? একটি ইংরাজি সংবাদ মাধ্যমের মহিলা সাংবাদিকের দাবি, গেইল তাঁর সঙ্গে যৌনতা নিয়ে প্রত্যক্ষ-পরোক্ষভাবে অনেক কথা বলেছেন৷

Chris Gayle sparks another sexism row
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 22, 2016 5:12 pm
  • Updated:July 11, 2018 2:09 pm  

বাইশ গজ হোক বা মাঠের বাইরে, নিয়মিত খবরের শিরোনামে থাকেন ক্রিস গেইল৷ সেঞ্চুরি হাঁকিয়ে ঝড় তুলে এই সমালোচকদের মুখ বন্ধ করেন, তো পরমুহূর্তে আবার মহিলা সঞ্চালিকার সঙ্গে কথা বলা নিয়ে বিতর্কে জড়ান৷ সদ্য বাবা হওয়া গেইল ফের বেফাঁস মন্তব্য করে বসলেন৷ ব্যস, আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এলেন ক্যারিবিয়ান দৈত্য৷
এবার কী কাণ্ড ঘটালেন তিনি? একটি ইংরাজি সংবাদ মাধ্যমের মহিলা সাংবাদিকের দাবি, গেইল তাঁর সঙ্গে যৌনতা নিয়ে প্রত্যক্ষ-পরোক্ষভাবে অনেক কথা বলেছেন৷ ব্লাশের বাবা নাকি বলেছেন, তাঁর ব্যাটটি বিরাট বড়৷ বিশ্বের সবচেয়ে বড়৷ সেই ব্যাট ওই সাংবাদিক একা তুলতে পারবেন না৷ দু’হাত দিয়ে তুলতে হবে৷ গেইলের কথার মধ্যে অন্যরকম ইঙ্গিত লক্ষ্য করেছেন ওই সাংবাদিক৷ শুধু তাই নয়৷ সাক্ষাৎকারে সময় গেইলের কথায় বেশ অস্বস্তিতে পড়ে যান সাংবাদিক৷ সেই প্রতিবেদনের খবর অনুযায়ী, গেইল নাকি তাঁকে জিজ্ঞেস করেন এখনও পর্যন্ত কতজন কালো চামড়ার ব্যক্তির সঙ্গে তাঁর যৌন সম্পর্ক হয়েছে? এমনকী তাঁর থ্রিসামের অভিজ্ঞতা রয়েছে কি না, তাও জানতে চান৷ ৩৬ বছরের ক্যারিবিয়ান ব্যাটসম্যানের মুখ থেকে এত যৌনতার কথা এর আগে প্রকাশ্যে আসেনি৷ গেইলের মতে, পুরুষকে সবদিক থেকে খুশি করতে পারলেই তিনি হবেন আদর্শ স্ত্রী বা নারী৷
চলতি বছরই বিগ ব্যাশে খেলার সময় টিভি চ্যানেলের লাইভ ইন্টারভিউ-তে সঞ্চালিকাকে একসঙ্গে মদ্যপানের প্রস্তাব দিয়েছিলেন৷ যার জন্য তাঁকে মোটা টাকার জরিমানাও গুণতে হয়েছিল৷ নিজের মন্তব্যের জন্য পরে তিনি ক্ষমাও চেয়েছিলেন৷ সেই ঘটনা থেকেও কি শিক্ষা নেননি গেইল? নাকি এবারও বলবেন, নিছক মজা করছিলেন! গেইলই জানেন!

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement