সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়৷ তারপরই আরসিবি-র জার্সি গায়ে নবম আইপিএল-এর ফাইনালে পৌঁছনো৷ তিন মাসেরও বেশি সময় ধরে এদেশে রয়েছেন ক্রিস গেইল৷ ভারত তাই ক্যারিবিয়ান চ্যাম্পিয়নের সেকেন্ড হোমই হয়ে গিয়েছে৷ আইপিএল রানার্স-আপ তকমা নিয়ে এবার দেশে ফেরার পালা৷ সোমবার রাতেই সেই লম্বা সফরের ইতি ঘটল৷ ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে দল হেরেছে ঠিকই৷ কিন্তু বাড়ি ফেরার আগের রাতে একটা সেলিব্রেশন হবে না, তাও কি হয়? ফের ডান্স ফ্লোর মাতালেন গেইল৷
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে প্রতিভার অভাব নেই৷ কেউ দারুণ গান করেন, তো কেউ আবার নাচে এক্সপার্ট৷ তবে ডান্স ফ্লোর মানেই সবচেয়ে প্রথমে একজনের নামই মনে পড়ে৷ ক্রিস গেইল৷ আইপিএল চলাকালীন কখনও সতীর্থ শেন ওয়াটসনের ‘টুইস্ট অ্যান্ড সাউট’ গানে তাঁকে নাচতে দেখা গিয়েছে, তো কখনও বন্ধু ব্রাভোর ‘চ্যাম্পিয়ন’ গানে নেচেছেন৷ এমনকী, ভাংড়া গানে দেশি মেজাজেও ধরা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই বিধ্বংসী ব্যাটসম্যান৷ এবার সেসবকেও ছাপিয়ে গেলেন তিনি৷ কিংবদন্তি পপস্টার মাইকেল জ্যাকসনের গানে তাঁরই স্টাইলে নাচলেন গেইল৷
ইনস্টাগ্রামে নিজের নাচের ভিডিওটি পোস্ট করেছেন৷ সঙ্গে লিখেছেন, “জয় হোক বা পরাজয়৷ আমি সবসময়ই একরম৷ ভারতে এটাই শেষ রাত৷ আমার চ্যাম্পিয়ন সরফরাজের জন্য অনেক শুভেচ্ছা রইল৷ আমার থেকে নাচ শিখে নিও৷”
সত্যিই, গেইল আছেন গেইল-এই৷ নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিন গেইলের জ্যাকসন ডান্স৷
https://www.instagram.com/p/BGCi5DtoedQ/
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.