Advertisement
Advertisement

হাসিনকে দেওয়ার চেক বাউন্সের ঘটনায় শামিকে তলব আলিপুর আদালতের

ফের বিপাকে ভারতীয় পেসার।

Cheque to Hasin Jahan bounces, Kolkata court summons Mohammed Shami
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 18, 2018 8:33 pm
  • Updated:July 18, 2018 8:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবারই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টেস্টে ভারতীয় দলে ডাক পেয়েছেন মহম্মদ শামি৷ এই সুখবরের সঙ্গে এল আরেকটি দুঃসংবাদও৷ কারণ এদিনই শামির স্ত্রী হাসিন জাহানের অভিযোগের ভিত্তিতে তাঁকে শমন পাঠাল আলিপুর আদালত৷

গত মে মাসে ভারতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে দু’টি চেক স্ত্রী হাসিনের হাতে দিয়ে গিয়েছিলেন শামি। বলেছিলেন, নিজের গাড়ির কিস্তির টাকা মেটানো ও সংসার চালানোর খরচ এই চেক ভাঙিয়েই তুলতে পারবেন হাসিন।সেইমতোই প্রথম চেক ভাঙিয়ে শামির বিএমডব্লু গাড়ির কিস্তির টাকা মিটিয়েছিলেন হাসিন। বাকি ছিল সংসার খরচের জন্য
আরও একটি এক লক্ষ টাকার চেক। কিন্তু সেটি বাউন্স করে। কারণ সেই চেক ভাঙানোর কয়েকদিন আগেই ভারতীয় পেসার ‘স্টপ পেমেন্ট’ করে দিয়েছিলেন বলে জানান ব্যাংককর্মীরা। এরপরই এ বিষয়ে লিখিত অভিযোগ জানান হাসিন। সেই অভিযোগের ভিত্তিতেই শামিকে তলব করে আলিপুর আদালত। আগামী ২০ সেপ্টেম্বর তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া
হয়েছে। তাঁকে এই সংক্রান্ত নোটিসও পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

Advertisement

[বাড়ি থেকে অপহৃত ব্রাজিলীয় ফুটবলারের মা, গ্রেপ্তার ৪]

এর আগে গত ৮ মার্চ যাদবপুর থানায় মহম্মদ শামির বিরুদ্ধে বিরুদ্ধে বিবাহ-বহির্ভূত সম্পর্ক, শারীরিক অত্যাচার এমনকী ধর্ষণের অভিযোগ তুলেছিলেন হাসিন। ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন শামির দাদা হাসিবের বিরুদ্ধেও। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় পেসারকে তলব করা হয়েছিল। গত ১৮ এপ্রিল তিন ঘণ্টা তাঁকে জেরা করা হয় লালবাজারে। তবে হাসিনের আনা সমস্ত অভিযোগই অস্বীকার করেন ভারতীয় পেসার। পালটা অভিযোগ তোলেন, ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। চেক বাউন্স করার অভিযোগে ফের ডেকে পাঠানো হল শামিকে। অর্থাৎ এ পারিবারিক অশান্তি যে সহজে মেটার নয়, তা বেশ স্পষ্ট। শামি প্রথমে নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে নিতে চাইলেও রাজি হননি হাসিন। ফলে জল গড়িয়েছে অনেক দূর।

এদিকে স্বামীর সঙ্গে দূরত্ব বাড়ার পরই ফের মডেলিংয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন হাসিন। জানা গিয়েছে,  মুম্বইয়ে একটি সংস্থার মডেল হিসেবে কাজ করবেন তিনি। শামিকে তলব করার খবরে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি তাঁর।

[শেষ ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া ভারতের, ডোবাল মিডল অর্ডারই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement