Advertisement
Advertisement

Breaking News

Champions Trophy 2025

রেকর্ড ভাঙার ম্যাচে হার ইংল্যান্ডের, দুরন্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে জেতালেন ইংলিস

রান তাড়া করে জয় ছিনিয়ে চাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড অস্ট্রেলিয়ার।

Champions Trophy 2025 Australia beats England in group match
Published by: Kishore Ghosh
  • Posted:February 22, 2025 10:37 pm
  • Updated:February 22, 2025 11:16 pm  

ইংল্যান্ড: ৩৫১/৮ (ডাকেট ১৬৫, রুট ৬৮, ডাউরসুইস ৬৬/৩)
অস্ট্রেলিয়া: ৩৫৬/৫ (ইংলিস ১২০, ক্যারি ৬৯, লাবুশেন ৪৭, ম্যাক্সওয়েল ৩২, আর্চার ৭৫/২)
৫ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেকর্ড ভাঙার ম্যাচে ইংল্যান্ডকে বধ করল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে চাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান তুলেছিল ইংল্যান্ড। দুরন্ত ব্যাট করে এই টুর্নামেন্টে ব্যক্তিগত সর্বাধিক রান করেন বেন ডাকেট (১৬৫)। এর পরেও ইংল্যান্ডের বোলারদের ব্যর্থতায় তথা অজি ব্যাটারদের দুরন্ত পারফরম্যান্সে হার মানতে হল জো রুটদেরই। গ্রুপ লিগের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিল ব্র্যাডম্যানের দেশ। নেপথ্যে লাবুশেন (৪৭), অ্যালেক্স ক্যারি (৬৯) এবং জশ ইংলিসের (১২০) তারুণ্যে ভরপুর ব্যাটিং। শেষে ভালো সঙ্গত করলেন গ্লেন ম্যাক্সওয়েলও। 

Advertisement

শুরুতে জয়ের পথ তৈরি করেন অজি ওপেনার ম্যাথু শট (৬৩)। যদিও অল্প রানে ট্রাভিস হেড এবং অধিনায়ক স্টিভেন স্মিথের উইকেট চলে যায়। খারাপ সময় ম্যাচের হাল ধরেন লাবুশেন। ৪৫ বলে ৪৭ রানের জরুরি ইনিংস খেলেন তিনি। জীবনের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে চাম্পিয়ন্স ট্রফিতে দলকে জেতালেন ইংলিস। ৮৬ বলে ১২০ রানের ঝকঝকে ইনিংস খেললেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটার। সবচেয়ে বড় কথা দলের প্রয়োজনের সময়ে ব্যাটে রান পেলেন তিনি। যদিও শেষের দিকে ক্যারির উইকেট পড়ায় অজিদের জয় নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছিল। কিন্তু সব শঙ্কা দূর করেন ম্যাক্সওয়েল। ১৫ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে নিজের দেশকে জয়ের সরণিতে পৌঁছে দেন তিনি।

লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩৫১ রান তোলে ইংল্যান্ড। যা প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ স্কোর। শুধু তাই নয়, চাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বাধিক রানের নজির গড়লেন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। ১৬৫ রান করেন তিনি। ভেঙে দেন নিউজিল্যান্ডের নেথান অ্যাস্টলের (১৪৫) রেকর্ড।

শনিবার ছিল পাকিস্তানের মাটিতে ৫০ ওভারের ‘অ্যাসেজ’। টসভাগ্যে জয় হয় অস্ট্রেলিয়ার। প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। যদিও তাতে লাভ হল না। ষষ্ঠ ওভার শেষ না হতেই ফিল সল্ট, জেমি স্মিথের উইকেট হারিয়েও ম্যাচে ফেরে ইংল্যান্ড। নেপথ্যে সামলান ডাকেট ও জো রুট। দুজনে মিলে ২৫ ওভার ব্যাট করে ১৫৮ রানের জুটি বাঁধেন। শতক ডিঙিয়ে ১৬৫ রানের রেকর্ড ইনিংস খেলেন ডাকেট। অন্যদিকে ৬৮ রানের করে ফিরে যান রুট।

এর পর নিয়মিত ইংল্যন্ডের উইকেট পড়লেও একদিক ধরে রাখেন ডাকেট। শেষ দিকে তাঁর সঙ্গী হন জোফ্রা আর্চার। ১০ বলে ২১ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং দ্বাদশ ব্যাটার হয়ে ওঠে। অতিরিক্ত ২৩ রানের সৌজন্যে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫১ রান করে ইংল্যান্ড। সেই রানকেও ছাপিয়ে গেল অস্ট্রেলিয়া। রান তাড়া করে জয়ে চাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড করল তারা। সব মিলিয়ে শনিবাসরীয় চাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ডের ছড়াছড়ি দেখা গেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub