সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে ব্রিটেনে জুয়া আইনসিদ্ধ, তার উপর রয়েছে প্রযুক্তির আশীর্বাদ। দু’য়ে মিলে রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচের উপর অন্তত ২০০০ কোটি টাকার বাজি ধরেছেন জুয়াড়িরা। এমনটাই খবর অল ইন্ডিয়া গেমিং ফেডারেশন (AIGF) সূত্রে।
শনিবার পর্যন্ত পাওয়া খবরে, ফাইনালে নিশ্চিতভাবেই ফেভরিট ভারত, তবে ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান। ভারতের পক্ষে ১০০ টাকা বাজি ধরা হলে ও কোহলির দল জিতলে মিলবে ১৪৭ টাকা। অন্যদিকে, পাকিস্তানের পক্ষে ওই একই অঙ্কের টাকা বাজি ধরলে মিলবে ৩০০ টাকা।
এআইজিএফ-এর সিইও রোল্যান্ড ল্যান্ডারস বলছেন, “প্রতিবছর ভারত সবমিলিয়ে যতগুলি ম্যাচ খেলে, তার উপর অন্তত ২ লক্ষ কোটি টাকার বাজি ধরা হয়। আর আগামিকালের ম্যাচের দিকে তো জুয়াড়িরা রুদ্ধশ্বাসে তাকিয়ে রয়েছেন। গত ১০ বছর ধরে কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়নি। ফলে রবিবারের ম্যাচে আরও টাকা লগ্নি করতে মুখিয়ে থাকবেন জুয়াড়িরা।”
তবে শুধু যে ফাইনাল ম্যাচের ফলাফলের উপরেই কোটি কোটি টাকার বাজি ধরা হয়েছে এমনটা নয়, বাজি ধরা হবে ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের প্রাপ্ত মোট রান, উইকেটের উপরেও। বা ১০ ওভার শেষে কোন টিম এগিয়ে থাকবে তার উপর। এমনকী, কোন খেলোয়াড় কত নম্বরে ব্যাট করতে নামবেন, তার উপরেও ধরা হবে কোটি টাকার বাজি।
ভারতে ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে জুয়া বেআইনি হলেও একাধিক ব্রিটিশ ওয়েবসাইট মারফত ভারতীয়রা তাঁদের আন্তর্জাতিক ক্রেডিট কার্ড, ই-ওয়ালেট ব্যবহার করতে বাজি ধরতে পারবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.