Advertisement
Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ ফাইনাল: ১৮০ রানে হার ভারতের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তান ম্যাচের প্রতি মুহূর্তের UPDATE

Champions Trophy 2017: India Vs Pakistan LIVE updates
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 18, 2017 9:18 am
  • Updated:June 18, 2017 3:52 pm  

পাকিস্তান: ৩৩৮/৪ (৫০ ওভার)

ভারত: ১৫৮ (৩০.২ ওভার)

ভারতকে ১৮০ রানে হারাল পাকিস্তান।

ভুবনেশ্বর- ১ (অপরাজিত) 

আউট: বুমরাহ (১)  অশ্বিন (১), (জাদেজা-১৫), (পাণ্ডিয়া- ৭৬), (কেদার- ) (ধোনি- ৪), যুবরাজ (২২), ধাওয়ান (২১),  বিরাট কোহলি (৫), রোহিত শর্মা (০)।

ওভার ৩০.৩:   ১৫৮ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস। ১ রান করে আউট হলেন বুমরাহ।

Advertisement

ওভার ৩০:   অল্পের জন্য বেঁচে গেলেন ভুবনেশ্বর।

ওভার ২৯:   কোহলিদের হার এখন খালি সময়ের অপেক্ষা। ওভারের প্রথম বলেই ফিরলেন অশ্বিন। ওভার থেকেও এল না কোনও রান।

ওভার ২৮:   জুনেইদ খানের সামনে প্রায় স্তব্ধ ভারতের রানের গতি। ফিরলেন জাদেজাও।

ওভার ২৭:   ভুল বোঝাবোঝিতে ফিরতে হল পাণ্ডিয়াকে। 

ওভার ২৬:   জোড়া ছক্কা হাঁকালেন পাণ্ডিয়া। ওভার থেকে এল ১৫ রান।

ওভার ২৫:   এই ওভারে বেশি রান এল না। মাত্র তিন রান দিলেন সাদাব খান। 

ওভার ২৪:   এই ওভার থেকে এল ৬ রান। জয়ের জন্য দরকার ২৬ ওভারে ২০৫ রান। 

ওভার ২৩:   পালটা লড়াই হার্দিক পাণ্ডিয়া। সাদাব হোসেনকে তিনটি ছয় ও একটি চার মারলেন এই ওভারে। সেই সঙ্গে পূর্ণ করলেন নিজের অর্ধশতরান। এই ওভার থেকে এল ২৩ রান।

ওভার ২২:   এই ওভার থেকে এল মাত্র তিন রান। চাপে ভারতীয় ব্যাটসম্যানরা।

ওভার ২১:   দু’দিক থেকেই স্পিনারদের দিয়ে বল করাচ্ছেন সরফরাজ আহমেদ। এই ওভার থেকে এল ৯ রান।

ওভার ২০:   পাকিস্তানের জয় যেন কেবল সময়ের অপেক্ষা। তবে চোটের জন্য ওভার শেষ করতে পারলেন না ইমাদ ওয়াসিম। ওভারের শেষ তিন বল করলেন ফাখার জামান।

ওভার ১৯:  লড়াই চালাচ্ছেন হার্দিক পাণ্ডিয়া। মারলেন একটি ছয়।

ওভার ১৮:  ছ’উইকেট খুইয়ে চাপে ভারত। এই ওভার থেকে এল ৮ রান।

ওভার ১৭:  ফের একটি উইকেটের পতন… ৯ রান করে ফিরে গেলেন কেদার যাদবও। সাদাব খানের দখলে আরও একটি উইকেট।

ওভার ১৬:  ভারতীয় ব্যাটসম্যানদের ওপর চাপ বাড়াচ্ছেন পাক পেসাররা। এই ওভার থেকে এল ৫ রান।

ওভার ১৫:  চাপে ভারত। প্রথম দিকের পাঁচ ব্যাটসম্যানই ফিরে গিয়েছেন ড্রেসিংরুমে। ক্রিজে লড়াই চালাচ্ছেন যাদব ও পান্ডিয়া।

ওভার ১৪:  আউট…এবার মহেন্দ্র সিং ধোনি। হাসান আলির বলে আউট হলেন প্রাক্তন ভারত অধিনায়ক। মাত্র চার রান করলেন তিনি।

ওভার ১৩:  আউট… সাদাব খানের বলে প্যাভিলিয়নে ফিরলেন যুবরাজ। আউট ২২ রান করে। ওভার থেকে এল ৪ রান।

ওভার ১২:   উইকেটের সন্ধানে হাসান আলিকে নিয়ে এলেন সরফরাজ আহমেদ। ওভার থেকে এল মাত্র ৩ রান।

ওভার ১১:  আমেরের দুর্দান্ত বোলিং অব্যাহত। ওভার থেকে এল না কোনও রান।

ওভার ১০:  চাপে ভারত। জুনেইদ খানের বদলে মহম্মদ হাফিজের হাতে বল তুলে দিলেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। কিন্তু ওভারে তিনটি চার মারলেন যুবরাজ সিং। এল ১৪ রান।

ওভার ৯:  আউট… ফের ভারতীয় শিবিরে ধাক্কা দিলেন মহম্মদ আমের।এবার ধাওয়ানের উইকেটও তুলে নিলেন তিনি। ওভার থেকে এল ৯ রান।

ওভার ৮:  জুনেইদ খানের এই ওভারে দু’টি চার মারলেন ধাওয়ান। ফিরে আসার লড়াই ভারতীয় ব্যাটসম্যানদের।

ওভার ৭:  ক্রিজে থিতু হওয়ার চেষ্টা যুবরাজ-ধাওয়ানের। আমেরের চতুর্থ ওভার থেকে এল মাত্র ১ রান।

ওভার ৬:  পাক পেসারদের চাপে কিছুটা হলেও ব্যাকফুটে ভারতীয় ব্যাটসম্যানরা।

ওভার ৫:  আমেরের ওভারে দু’টি চার মারলেন ধাওয়ান।  ওভার থেকে এল ৯ রান।

ওভার ৪:  শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে ভারত। এই ওভারে এল না কোনও রান। 

kohli out

ওভার ৩:  আউট… কোহলিও। মহম্মদ আমেরের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে পয়েন্টে সহজ ক্যাচ দিয়ে ফিরলেন ভারত অধিনায়ক। আগের বলেই স্লিপে কোহলির ক্যাচ ফেলেছিলেন আজহার আলি। ওভারে এল মাত্র ৩ রান।  

ওভার ২: এই ওভারেও দুর্দান্ত বোলিং পাক পেসার জুনেইদ খানের। এল মাত্র ২ রান।

ওভার ১: প্রথম ওভারেই ভারতকে ধাক্কা দিলেন মহম্মদ আমের। শূন্য রানে আউট রোহিত শর্মা। ওভারে এল মাত্র ২ রান।   

 

……………………………………………………………………………………………………………………

পাকিস্তান: ৩৩৮/৪ (৫০ ওভার)

হাফিজ: ৫৭*,  ওয়াসিম:২৫*

বাবর: ৪৬ (আউট), মালিক: ১২ (আউট), আজহার-৫৯ (আউট), ফাখার- ১১৪ (আউট)

ওভার ৫০:  ভুবনেশ্বরের ওভারে শেষ পাকিস্তানের ইনিংস। কোহলিদের সামনে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ফাখার, হাফিজরা।

ওভার ৪৯:  বুমরাহর বল উইকেটে লাগলেও বেল পড়ল না, ভাগ্যবান হাফিজ। অর্ধশত রান পূরণ তাঁর।

ওভার ৪৮:  পাক দুর্গে আঘাত হানতে মরিয়া চেষ্টা ভুবনেশ্বরের।

ওভার ৪৭:  বুমরাহর ওভারেও চালিয়ে খেললেন হাফিজ, ওয়াসিম। প্রবল চাপে ভারত।

ওভার ৪৬:  ভুবনেশ্বর কুমারকেও রেয়াত করলেন না হাফিজ, তিনশো রান পূর্ণ পাকিস্তানের

ওভার ৪৫:  কেদারের বলে লাগাতার বড় শট হাফিজের, এল ১৬ রান ।

ওভার ৪৪:  বুমরাহ ফিরলেও আপাতত সাফল্য এল না, ভারতের রান তাড়ার উপর আস্থা সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

ওভার ৪৩:  আউট…কার্যকরী কেদার, ফিরিয়ে দিলেন বিপজ্জনক হয়ে উঠতে থাকা বাবরকে।

ওভার ৪২:  রানের গতিতে লাগাম টানার চেষ্টা ভুবনেশ্বরের, চালিয়ে খেলছেন হাফিজ।

ওভার ৪১:  পাওয়ার প্লে-র শুরুতেই জাদেজাকে ফেরালেন কোহলি, এল ১০ রান ।

ওভার ৪০:  আউট…ভুবনেশ্বরকে এনে পাক রানের দুর্গে আঘাতের চেষ্টা কোহলির, প্রত্যাশামতো এল সাফল্য,  ১২ রানে ফিরলেন মালিক

ওভার ৩৯:  জুটি ভাঙতে কেদারকে আনলেন কোহলি, প্রত্যাশা ছিল তবে সাফল্য এল না।

ওভার ৩৮:  দিশাহীন বোলিং পাণ্ডিয়ার, জাঁকিয়ে বসছে মালিক-বাবর জুটি।

ওভার ৩৭:  জাদেজার ওভারেও কমল না রানের গতি।

ওভার ৩৬:  পান্ডিয়ার ওভার থেকেও এল সাত রান। 

ওভার ৩৫:  বুমরাকে এনে চাপ বাড়ানোর প্রয়াস কোহলির। ওভার থেকে এল ৭ রান।

ওভার ৩৪:  আউট…এল বড় সাফল্য, পান্ডিয়ার বলে জাদেজার হাতে তালুবন্দি হলেন বিপজ্জনক ফাখার, ফিরলেন ১১৪ রানে ।

ওভার ৩৩:  অশ্বিনকে আক্রমণ ফাখারের, এল ছক্কা, বড় রানের ভিতে পাকিস্তান।

ওভার ৩২:  এই ওভারেও কাজের কাজ কিছুই করতে পারলেন না পান্ডিয়া।

ওভার ৩১:  সেঞ্চুরি পূর্ণ ফাখারের, জীবনের প্রথম শতরান এল ভারতের বিরুদ্ধেই।

DCmbXuXXUAEF5ah

ওভার ৩০:  রানের গতিতে লাগাম টালনেন পান্ডিয়াও, এল তিন রান ।

ওভার ২৯:  রানের গতিতে খানিকটা রাশ টানলেন অ্শ্বিন।

ওভার ২৮:  ওভারের মধ্যেই টিম মিটিং কোহলির, সেঞ্চুরির দোরগোড়ায় ফাখার।

ওভার ২৭:  অশ্বিনকেও রেয়াত করলেন না ফাখার, এল ১৭ রান।

ওভার ২৬:  জাদেজার বলে ছক্কা ও বাউন্ডারি হাঁকালেন ফাখার।

ওভার ২৫:  পাক ইনিংসের রানের গতি রুখে দিলেন অশ্বিন।

ওভার ২৪: খেলায় ফিরল ভারত, জাদেজার ওভারে এল এক রান।

ওভার ২৩: ভাঙল পাক ওপেনারদের পার্টনারশিপ, অশ্বিনের ওভারের শেষ বলে রান আউট হয়ে ফিরলেন আজহার(৫৯)।

ওভার ২২: দাপট পাক ব্যাটমানদের, কার্যকরী হলেন না জাদেজা।

ওভার ২১: এই ওভার থেকে এল চার রান। ফাখার-৫৩, আজহার-৫২

ওভার ২০: অর্ধশতরান পূর্ণ আজহার আলি ও ফাখার জামানের। জাদেজার এই ওভার থেকে এল ১১ রান।ফাখার-৫১, আজহার-৫০

ওভার ১৯: পান্ডিয়ার এই ওভারে এল ৩ রান। ফাখার-৪৮, আজহার-৪২

ওভার ১৮:  ১০০ রান পূর্ণ হল পাকিস্তানের। জাদেজার ওভার থেকে এল ৭ রান। আজহার- ৪৬, ফাখার – ৪১

ওভার ১৭:  ভাগ্যদেবী সুপ্রসন্ন পাকিস্তানের। পান্ডিয়ার এই ওভারে ক্যাচ উঠলেও ফিল্ডাররা নাগাল না পাওয়ায় বেঁচে গেলেন আজহার আলি। ওভার থেকে এল ৩ রান। আজহার- ৪৪, ফাখার – ৩৬

ওভার ১৬:   নিজের প্রথম ওভারে ৪ রান দিলেন রবীন্দ্র জাদেজা। আজহার- ৪২, ফাখার – ৩৫

ওভার ১৫:   হার্দিক পান্ডিয়ার প্রথম ওভার। শেষ বলে চার মারলেন আজহার আলি। ওভার থেকে এল ৮ রান। আজহার- ৪০, ফাখার – ৩৩

ওভার ১৪:  অশ্বিনের এই ওভার থেকে এল ৪ রান। আজহার- ৩৫, ফাখার – ৩১

ওভার ১৩:  এই ওভারেও এল না সাফল্য। বুমরাহ দিলেন ৫ রান। আজহার- ৩৩, ফাখার – ২৯

ওভার ১২:  অশ্বিনের এই ওভার থেকে এল ৬ রান। শেষ বলে চার মারলেন ফাখার জামান। আজহার- ৩১, ফাখার – ২৭

ওভার ১১: ফের একবার বুমরাহ এলেন বল করতে। দ্বিতীয় বলেই রান আউট হতে গিয়ে বেঁচে গেলেন আজহার। ওভার থেকে এল ৭ রান। আজহার- ৩০, ফাখার – ২২

ওভার ১০: অশ্বিনের ওভারে একটি চার মারলেন আজহার। ওভার থেকে এল ৮ রান। আজহার- ২৯, ফাখার – ১৬

ওভার ৯: ফের মেডেন ওভার ভুবনেশ্বরের। আজহার- ২৩, ফাখার – ১৪

ওভার ৮: বুমরাহর বদলে উইকেটের সন্ধান অশ্বিনকে নিয়ে এলেন কোহলি। অষ্টম ওভার থেকে এল  ১০ রান। পঞ্চম বলে ছক্কা হাঁকালেন আজহার।  ফাখার – ১৪, আজহার- ২৩

DCmFtZEW0AAWScC

ওভার ৭: ভুবির ওভার থেকে মাত্র ২ রান নিল পাক ব্যাটসম্যানরা।  সাত ওভার শেষে পাকিস্তানের রান বিনা উইকেটে ৩৮ । ফাখার – ১৩, আজহার- ১৬

ওভার ৬: বুমরাহর ওভারে দু’টি চার আজহারের। ফাখার – ১২, আজহার- ১৫

ওভার ৫: ভুবনেশ্বরের ওভার থেকে আট রান নিল পাকিস্তানি ব্যাটসম্যানরা।

ওভার ৪: বুমরাহের বলে সাফল্য এসেও এল না। নো বলের কারণে বাঁচলেন ফাখার। ফাখার – ৮, আজহার- ৭ 

ওভার ৩: ভুবনেশ্বরের দ্বিতীয় ওভারে রান আউট হতে গিয়ে অল্পের জন্য বাঁচলেন ফাখার।

ওভার ২:  বুমরাহের বোলিংয়েও হাত খুলতে পারলেন না ফাখাররা।

ওভার ১:  ব্যাট হাতে ফাখার জামান, আজহার আলি। মেডেন ওভার দিয়ে শুরু ভুবনেশ্বর কুমারের।

ভারত টসে জয়ী। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কোহলির।

toss_web

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement