Advertisement
Advertisement

আশা ক্ষীণ, তবু মহামেডানকে হারিয়ে লড়াইয়ে থাকতে চায় ইস্টবেঙ্গল

পয়েন্ট পাওয়ার ব্যাপারে আশাবাদী মহমেডানও।

CFL2018: East Bengal to face Mohammedan today
Published by: Subhajit Mandal
  • Posted:September 11, 2018 1:04 pm
  • Updated:September 11, 2018 2:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিয়ারলেসের কাছে পয়েন্ট হারানোর সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গলে মোটামুটি ভাবে সবাই ধরে নিয়েছে কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ দৌড়ে আর সেরকম কোনও আশাই নেই। কিন্তু তবুও শেষ পর্যন্ত দেখতে ক্ষতি কী? বিশেষ করে যে মহামেডানের বিরুদ্ধে মঙ্গলবার খেলতে নামছে ইস্টবেঙ্গল, সেই মহামেডানের বিরুদ্ধে তো এখনও ম্যাচ বাকি রয়েছে সবুজ মেরুন বাহিনীর। তাই মহামেডানকে হারিয়ে শেষ পর্যন্ত অপেক্ষা করে দেখা যেতেই পারে, যদি শেষ পর্যন্ত মোহনবাগান কোনও পয়েন্ট নষ্ট করে। এই সামান্য আশা থেকেই মঙ্গলবার মহামেডানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চাইছেন আমনারা। তবে তারজন্য পুরনো ফর্মেশন থেকে সরে আসার কোনও প্রশ্নই নেই।

[আট বছরের সম্পর্কে ইতি, আইএসএল থেকে সরে দাঁড়াল আইএমজি]

ভাল স্ট্রাইকারের অভাবে গোল আসছে না দেখে, একটা সময় মনে হয়েছিল, সুভাষ ভৌমিক বোধহয় ‘এক’ স্ট্রাইকারের ফর্মেশন থেকে সরে গিয়ে মহামেডানের বিরুদ্ধে দুই স্ট্রাইকারে চলে যাবেন। কিন্তু দুই স্ট্রাইকার ভাবলেই তো আর হবে না। হাতে কোথায় ভাল দু’জন স্ট্রাইকার? তাই মহামেডানের বিরুদ্ধেও ফের জবি জাস্টিনকে ‘এক’ স্ট্রাইকারে রেখেই মাঠে নামবে ইস্টবেঙ্গল। তিনজন ফুটবলারের খেলা নিয়ে সংশয় থাকলেও এদিন আল আমনা পুরো প্র‌্যাকটিস করায় সেই সংশয় অবশ্য দূর হয়েছে। কিন্তু চোটের জন্য ব্র্যান্ডন এবং ডিকা দু’জনেই প্র‌্যাকটিস করতে পারেননি। দু’জনেরই চোটের জায়গায় এমআরআই হয়েছে। হয়তো মহামেডানের আর সেই বড় দলের তকমা নেই, কিন্তু মোহনবাগান ম্যাচ জিততে না পারার পর মহামেডানের বিরুদ্ধেও পুরো পয়েন্ট না পেলে বিক্ষোভ যে বাড়বে তা বলাই বাহুল্য। সেই কারণেই লিগ আসুক বা না আসুক, ম্যাচটা জেতার জন্য ঝাঁপাবেন আমনারা। অন্যদিকে, চারটি ম্যাচ জিতলেও একটি ড্র এবং দু’টিতে হারের ফলে লিগ দৌড়ে আগেই ছিটকে গিয়েছে মহামেডান। লিগ তালিকার এই মুহূর্তে যা অবস্থা, তাতে তৃতীয় প্রধানের তিন নম্বরে শেষ করাও কঠিন। উলটে ফল খারাপ হলে লিগ টেবলের প্রথম অর্ধেও স্থান না হতে পারে মহামেডান স্পোর্টিংয়ের। যে চারটি ম্যাচ বাকি, তার দু’টিই বড় ম্যাচ। যার প্রথমটি মঙ্গলবার। প্রতিপক্ষ ইস্টবেঙ্গল।

Advertisement

[জাতীয় দলে কেন নেই মেসি? সভাপতির কথায় আরও উসকে গেল জল্পনা]

মহামেডানের এবারের দলটি তৈরি হয়েছিল বিদেশি স্ট্রাইকার ডোডোজকে কেন্দ্র করে। কিন্তু পুরনো চোটের ব্যথায় কাহিল হয়ে লিগে খেলতে পারলেন না। নতুন স্ট্রাইকার এনেও ধাক্কা আর সামলাতে পারেননি টিডি রঘু নন্দী। যে তিনটি ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে সাদা-কালো জার্সিধারীরা, তার সবক’টিতেই ভুগতে হয়েছে স্ট্রাইকারদের জন্য। তাঁরা গোল করতে না পারায় তিন পয়েন্ট তুলতে পারেনি মহামেডান। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে এই বিষয়টাই ভাবাচ্ছে রঘুকে। প্র‌্যাকটিসের পর রঘুর মুখে স্ট্রাইকারদের গোল নষ্টের কথা। বলছিলেন, “আমরা কোনও ম্যাচেই খারাপ খেলেনি। স্ট্রাইকারদের গোল নষ্টের জন্য এই অবস্থা। তবে একটাই ভাল খবর, প্রিন্স আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। এতকিছুর পরও বলব, স্ট্রাইকাররা ব্যর্থ না হলে ইস্টবেঙ্গল ম্যাচে পয়েন্ট পাব।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement