মহামেডান – ১ (দীপেন্দু) সংবাদ প্রতিদিন ভবানীপুর – ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে টালিগঞ্জ অগ্রগামীর কাছে দল হেরে যাওয়ায় বিক্ষোভে ফেটে পড়েছিলেন মহামেডান সমর্থকরা৷ শনিবার বারাসত স্টেডিয়াম থেকে হাসি মুখে বাড়ি ফিরলেন তাঁরা৷ কারণ এদিন সংবাদ প্রতিদিন ভবানীপুরকে হারিয়ে তিন ম্যাচে 6 পয়েন্ট ঝুলিতে পুরল মহামেডান৷
প্রথমার্ধে দুদলকেই বেশ ম্যাড়ম্যাড়ে লাগল৷ বিরতিতে মহামেডান কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়ের ভোকাল টনিকই সব পার্থক্য গড়ে দিল৷ খেলার স্ট্র্যাটেজির হালকা পরিবর্তনেই এল গোল৷ দ্বিতীয়ার্ধে ডোডোজদের খেলায় ছিল অনেক বেশি গতি৷ প্রথমার্ধে শুধু ডান দিকে নিয়ন্ত্রণ রাখছিলেন সাদা-কালো ফুটবলাররা৷ দ্বিতীয়ার্ধে দুটো উইং সচল হল৷ ৪৯ মিনিটে অতিন্দরের শট বিপক্ষের ফুটবলার আটকে দিলে ফিরতি বলে গোল করেন দীপেন্দু দুয়ারি৷ সেই গোলেই জয় নিশ্চিত হয়ে যায়৷ তবে পেনাল্টি থেকে ডোডোজ গোল করতে পারলে আরও বড় ব্যবধানে জিততে পারত মহামেডান৷ এদিন গোল করতে না পারলেও নজর কাড়লেন প্রথম ম্যাচের নায়ক মনবীর সিং৷
এদিকে, ভবানীপুরের হয়ে ফ্রি-কিক থেকে গোল শোধ করার সুযোগ পেয়েছিলেন মনীশ ভার্গব৷ কিন্তু গোল মুখ খুলতে ব্যর্থ হন তিনি৷ চলতি ঘরোয়া লিগে এখনও পর্যন্ত জয় অধরা দেবজিৎ ঘোষের দলের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.