Advertisement
Advertisement

Breaking News

জায়ান্ট কিলার এরিয়ানকে হারিয়ে বাজিমাত মহামেডানের

এই জয়ের ফলে লিগ তালিকায় নিজেদের তিন নম্বর স্থান ধরে রাখল মহামেডান৷

CFL: mohammedan beat aryan by 1-0
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 20, 2016 10:15 pm
  • Updated:August 20, 2016 10:15 pm  

মহামেডান – ১ (ডোডোজ)       এরিয়ান – ০

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিগ যত এগোচ্ছে, ততই দলে নিজেকে অপরিহার্য প্রমাণ করে তুলছেন সাদা-কালো স্ট্রাইকার ডোডোজ৷ শনিবারও তার ব্যতিক্রম হল না৷

Advertisement

বারাসত স্টেডিয়ামে এরিয়ানের বিরুদ্ধে তিন পয়েন্ট ঝুলিতে ভরতে শুরু থেকেই ঝাঁপিয়েছিলেন মৃদুল বন্দ্যোপাধ্যায়ের দল৷ তবে প্রথমার্ধে এরিয়ানের ডিফেন্স ভাঙতে পারেননি তাঁরা৷ ডিফেন্সে অতিরিক্ত লোক এনে গোলের দরজা বন্ধ করে রেখেছিলেন এরিয়ান কোচ৷ ফলে কিছুতেই কাজের কাজ হচ্ছিল না৷ তবে দ্বিতীয়ার্ধে কর্নার থেকে প্রতিহত হয়ে ফেরা বলে গোল করে দলকে কাঙ্খিত জয় এনে দিলেন এবার লিগের অন্যতম সেরা বিদেশি ডোডোজ৷

এই জয়ের ফলে লিগ তালিকায় নিজেদের তিন নম্বর স্থান ধরে রাখল মহামেডান৷ পাঁচ ম্যাচে তাদের সংগ্রহ ১২৷ জায়ান্ট কিলারকে হারিয়ে ময়দানের দুই প্রধানের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করল সাদা-কালো ব্রিগেড৷ এদিকে, হারের পর বিপাকে পড়তে হল এরিয়ানকে৷ মহামেডান ম্যানেজার বিলাল আহমেদ খানের সঙ্গে বচসায় জড়ান এরিয়ান ম্যানেজার রাজু এক্কা৷ এই সময় তাঁকে মার্চিং অর্ডার দেন রেফারি৷ প্রাথমিক টিম লিস্টে অবশ্য ছিল না রাজুর নাম৷ পরে তাঁকে ম্যানেজার করে বেঞ্চে বসানো হয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement