Advertisement
Advertisement

লিগ ডার্বি ২৮ আগস্ট অথবা ১১ সেপ্টেম্বর

বার লিগের ডার্বি ম্যাচ হতে পারে মোহনবাগান মাঠে৷ এবং ডার্বি ম্যাচের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

CFL derby will be held either on 28th august or 11th september
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 18, 2016 11:14 am
  • Updated:August 18, 2016 3:12 pm  

স্টাফ রিপোর্টার: এটিকের ম্যাচ মোহনবাগানে হচ্ছে না৷ কিন্তু ওই মাঠেই ঘটতে চলেছে সাম্প্রতিক কালের সব থেকে বড় চমক৷ এবার লিগের ডার্বি ম্যাচ হতে পারে মোহনবাগান মাঠে৷ এবং ডার্বি ম্যাচের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

এবারের ডার্বি ম্যাচ নিয়ে রীতিমতো খোঁজখবর রাখছেন স্বয়ং মুখ্যমন্ত্রী৷ কবে ম্যাচের আয়োজন হলে তিনি উপস্থিত থাকতে পারবেন, তা নিয়ে আইএফএ-র সঙ্গে কথা হচ্ছে৷

Advertisement

মোহনবাগান মাঠে ডার্বি খেলতে আপত্তি তুলবে ইস্টবেঙ্গল, এরকম একটা আশঙ্কা ছিল সংশ্লিষ্ঠ সব মহলেই৷ ইস্টবেঙ্গল ক্লাব বেসরকারিভাবে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে মোহনবাগান মাঠে ডার্বি ম্যাচ খেলতে তাঁদের কোনও আপত্তি নেই৷ ডার্বির দিন ঠিক হয়েছিল ৭ সেপ্টেম্বর৷ কিন্তু ওই সময় মুখ্যমন্ত্রী শহরে থাকছেন না৷ থাকবেন রোমে৷ ফিরবেন ১০ সেপ্টেম্বর৷

এখনকার ভাবনায় রয়েছে দু’টো তারিখ, ২৮ আগস্ট অথবা ১১ সেপ্টেম্বর৷ মুখ্যমন্ত্রীকে এই দু’টো দিনের কথা জানিয়েও দেওয়া হয়েছে৷ ১১ সেপ্টেম্বর ডার্বি হলে দুই প্রধান আদৌ খেলতে রাজি হবে কি না, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে৷ কারণ ১০ সেপ্টেম্বর আইএসএলের জন্য সব ফুটবলারদের ছেড়ে দিতে হবে৷ সেক্ষেত্রে ২৮ আগস্ট করার ভাবনা৷ কিন্তু সেখানেও সমস্যা৷ আইএফএ চাইছে মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচটা যাতে লিগের নির্ণায়ক ম্যাচ হয়৷ আগে করে দিলে সেই উত্তেজনা নাও থাকতে পারে৷ দুই প্রধানের সঙ্গে আলোচনায় বসতে চলেছে আইএফএ কর্তারা৷ যা পরিস্থিতি, তাতে সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷

তবে মোহনবাগান মাঠে ডার্বির আয়োজন করতে গিয়ে আরও একটা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আইএফএ-কে৷ তা হল নিরাপত্তা ব্যবস্থা৷ তবে এ ব্যাপারেও আইএফএ-কে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী৷ কলকাতা ফুটবলে দীর্ঘ ডার্বির ইতিহাসে কোনও মুখ্যমন্ত্রী এভাবে ডার্বি ম্যাচের আয়োজন নিয়ে উৎসাহ দেখিয়েছেন শোনা যায়নি৷ আইএফএ তাই বেশ কয়েকটি তারিখ নিয়ে ম্যাচ করার চেষ্টা করছে, যাতে মুখ্যমন্ত্রীকে দিয়ে কিক অফ করানো যায়৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement