Advertisement
Advertisement

Breaking News

মাঠে এল না বাগান, ডার্বিতে ওয়াকওভার পেল ইস্টবেঙ্গল

বুধবার সকাল পর্যন্ত ডার্বি খেলা নিয়ে লড়াই চালিয়ে গিয়েছিল বাগান৷

CFL Derby: East Bengal gets walkover as Mohunbagan didn't come for the match
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 7, 2016 4:44 pm
  • Updated:September 7, 2016 5:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও মিরাকল ঘটল না। সবুজ-মেরুন জার্সি পরে ১১ জন ফুটবলারও হঠাৎ করে মাঠে নেমে এলেন না৷ মোহনবাগান ঠিক যেমনটা জানিয়েছিল, তেমনটাই করল। কল্যাণীতে হল না মরশুমের প্রথম ডার্বি। বিনাযুদ্ধেই ম্যাচ ঝুলিতে ভরল চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল৷

বুধবার সকাল পর্যন্ত ডার্বি খেলা নিয়ে লড়াই চালিয়ে গিয়েছিল বাগান৷ এদিন সকালে ডার্বি খেলতে চেয়ে আইএফএ-র কাছে ফের ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন মোহনবাগান কর্তারা৷ অনুরোধ করা হয়েছিল, অন্তত আজকের দিনটা কল্যাণীতে অনুশীলনের সুযোগ দিয়ে বৃহস্পতিবার ডার্বির দিন ঘোষণা করতে৷ কিন্তু আইএফএ নিজের অবস্থানেই অনড় ছিল৷ অন্যদিকে, নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হটেনি ইস্টবেঙ্গলও৷ তারা জানিয়ে দিয়েছিল, বুধবার ম্যাচের নির্ধারিত সময় বিকেল তিনটেয় মাঠে নামবেন মেহতাব, অর্ণবরা৷ কথা মতো নামলেনও৷ প্রতিপক্ষের জন্য ৩০ মিনিট অপেক্ষাও করা হল৷ কিন্তু মোহনবাগানের ডাগআউট তখন খাঁ খাঁ করছে৷ ফলে যা যাওয়ার তাই হল৷ না খেলেই ওয়াকওভার হিসেবে  কার্যত তিন পয়েন্ট পেয়ে গেল ইস্টবেঙ্গল৷ নিজের দেশে বসে সব খবরই পেলেন কোচ ট্রেভর জেমস মর্গ্যান৷ তবে এদিনের ‘না হওয়া’ ম্যাচের শেষে লাল-হলুদ অধিনায়ক অর্ণবের গলায় আক্ষেপের সুর৷ বলছেন, “মাঠের বাইরে কী সমস্যা জানি না৷ তবে মাঠে ফুটবলাররাও প্রচুর পরিশ্রম করে৷ মোহনবাগান ফুটবলাররাও প্রতিটা ম্যাচ জিততে অনেক ঘাম ঝরিয়েছে৷ তাই খারাপ লাগছে৷ ফুটবলের জন্য এটা একেবারেই খারাপ বিজ্ঞাপন৷”

Advertisement

মোহনবাগানের অতিরিক্ত ২ হাজার টিকিটের দাবি প্রথমে মেনে নেয়নি আইএফএ৷ পরে মঙ্গলবার বেশি রাতে আইএফএ-র তরফে জানানো হয়, অতিরিক্ত ২ হাজার টিকিটের পরিবর্তে অতিরিক্ত এক হাজার টিকিট দেওয়া হবে৷ এতে বাগানের প্রতিক্রিয়া, অতিরিক্ত ১ হাজার অতিরিক্ত টিকিট দেওয়ার কথা তো মঙ্গলবার দিনের বেলাতেও জানানো যেত৷ তার মানে আইএফএ ইচ্ছে করেই সমস্যায় ফেলতে চাইছিল মোহনবাগানকে৷ বেশি রাতে ফের আইএফএ-কে চিঠি দিয়ে মোহনবাগান অনুরোধ করে, ম্যাচটা একদিন পিছিয়ে দেওয়ার জন্য আইএফএ যেন আরও একবার বিবেচনা করে৷ কেন না, মোহনবাগানও চাইছে ডার্বি ম্যাচটা খেলতে৷ রাত সাড়ে এগারোটার পর চিঠির উত্তরে আইএফএ সচিব মোহনবাগানকে জানিয়ে দেন, ম্যাচ কোনওমতেই পিছিয়ে দেওয়া হবে না৷ বুধবার নির্দিষ্ট সময়েই ডার্বি হবে৷

যদি আইএফএ লিগ সাব কমিটি সিদ্ধান্ত নেয় এই ম্যাচের পুরো তিন পয়েন্ট ইস্টবেঙ্গলকে দিয়ে দেওয়া হবে তবে ৮ ম্যাচে ২৪ পয়েন্ট পেয়ে ইস্টবেঙ্গল শুধু লিগ তালিকার শীর্ষেই থাকবে না, টানা সাতবার লিগ চ্যাম্পিয়ন হওয়া প্রায় নিশ্চিত হয়ে যাবে তাদের৷ সেক্ষেত্রে মহামেডানের বিরুদ্ধে ড্র করতে পারলেই ইতিহাস গড়ে ট্রফি জিতে নেবে লাল-হলুদ ব্রিগেড৷ আর মহামেডান ম্যাচে হারলে এরিয়ানকে হারাতেই হবে ইস্টবেঙ্গলকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement