মোহনবাগান- ২ (হেনরি)
কলকাতা কাস্টমস- ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষপর্যন্ত কলকাতা লিগে মোহনবাগানের শাপমুক্তি। দীর্ঘ ৮ বছর পর। বুধবার কলকাতা কাস্টমসকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল মোহনবাগান। হেনরির জোড়া গোলে ময়দানের আকাশ ঢাকল সবুজ-মেরুন আবিরে। শাপমুক্তি কারণ আট বছর পর কলকাতা লিগ ঢুকছে ময়দানের গোষ্ঠ পাল সরণিতে। মঙ্গলবার যার নান্দীমুখ হয়ে গিয়েছিল যুবভারতীতে মহামেডানের কাছে ইস্টবেঙ্গলের হার দিয়ে। তারও আগে পিয়ারলেসের কাছে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব হারতেই সবুজ-মেরুন শিবিরে আগাম উৎসব শুরু হয়ে গিয়েছিল। কিন্তু সাবধানী ছিলেন কোচ শংকরলাল চক্রবর্তী। কাস্টমস ম্যাচের আগে উচ্ছ্বাসে বাঁধ রাখতে বলেছিলেন ফুটবলারদের। ঘরের মাঠে ম্যাচ ও লিগ জয়ের সাক্ষী হয়ে আনন্দে ভাসলেন কোচ-কর্মকর্তারা। আর গ্যালারিতে? আট বছর পর লিগ জয়ের উচ্ছ্বাসে তখন ভাসছে গোটা মোহনবাগান মাঠ। ঘরে ফিরেছে লিগ।
বুধবার খেলা শুরুর আগে মোহনবাগানের মাঠের বাইরে থিকথিকে ভিড়। আট বছর পর লিগ জয়ের সাক্ষী থাকতে হাজির রাজ্যের সমস্ত মোহনবাগান সমর্থকরা। মাঠে তিল ধারনের জায়গা নেই। কাস্টমস ম্যাচ জয় আসবে ধরেই নিশ্চিত ছিলেন তাঁরা। তাঁদের আশাপূরণ করে ম্যাচের তিন মিনিটের মধ্যেই গোল করেন হেনরি কিসেকা। তারপর গোটা প্রথমার্ধ আধিপত্য রেখে খেলেন বাগানের ফুটবলাররা। বিরতির এক মিনিট আগে ফের গোল করে কাস্টমসের কফিনে পেরেক পুঁতে দেন আবার হেনরি। তাঁর দ্বিতীয় গোলটি করে। এদিন মাঠে উপস্থিত ছিলেন সব কর্তারাই। লিগের ঘরে ফেরার সাক্ষী থাকতে। দ্বিতীয়ার্ধে একপেশে ভাবে খেলেই ম্যাচ জিতে যায় মোহনবাগান। রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠের মধ্যে শুরু যায় উৎসব। সমর্থকরা মাঠে ঢুকে পড়ে জড়িয়ে ধরেন প্রিয় ফুটবলারদের। আজ তাদের উচ্ছ্বাসের দিন। সরকারিভাবে লিগ হাতে তুলতে মহামেডান ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে মোহনবাগানকে। কিন্তু তাতে কী? এই আনন্দের আস্বাদ নিতে সমর্থকদের আটকাবে কে! ঘরের মাঠে মোহনবাগানের শাপমুক্তিতে খুশির বাঁধ ভেঙেছে সর্বত্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.