মোহনবাগান- ২ (তীর্থঙ্কর, পিন্টু)
মহামেডান- ১ (ফিলিপ)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপরাজিত থেকেই লিগ চ্যাম্পিয়ন হল মোহনবাগান। কাস্টমস ম্যাচে জয়ের ফলে দীর্ঘ ৮ বছর পর কলকাতা লিগে শাপমুক্তি ঘটেছিল বাগানের। মঙ্গলবার পিছিয়ে পড়েও মহামেডানকে ২-১ গোলে হারিয়ে অপরাজিত থেকেই লিগজয়ী হল গোষ্ঠ পাল সরণির শতাব্দী প্রাচীন ক্লাব। অন্যদিকে, এদিনই এফসিআইকে ১-০ গোলে হারিয়ে লিগ শেষ করল ইস্টবেঙ্গল। এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের হয়ে দুটি গোল করেন তীর্থঙ্কর সরকার ও পিন্টু মাহাতো। মহামেডানের হয়ে গোল করেন ফিলিপ। ম্যান অফ দ্য ম্যাচ পিন্টু মাহাতো।
[উৎসবের মেজাজে মিনি ডার্বির প্রস্তুতি বাগানে, দলকে তিন ‘গুরুমন্ত্র’ শংকরলালের]
সোমবারের লিগের শেষ প্র্যাকটিসে ফুটবলারদের তিনটি গুরুমন্ত্র দিয়ে রেখেছেন কোচ শংকরলাল চক্রবর্তী।
১) নিজের জন্য ভাল খেলো।
২) দলের সম্মান বজায় রাখো।
৩) জয়ের অভ্যাস ধরে রাখো।
মিনি ডার্বির আগের দিন হালকা প্র্যাকটিস। ঘড়ি ধরে ঠিক একঘণ্টা। তারপর টিম মিটিং। সেখান থেকে বেরিয়ে শংকরলাল বললেন, “সবাই লিগ জেতার জন্য এতদিন অপেক্ষা করেছেন। আনন্দ তো করবেনই। কিন্তু আমার ছেলেরা ফোকাসড। সম্মানের সঙ্গে এই ম্যাচটা উতরোতে চাই। পুজোর মরশুম শুরু হচ্ছে। ভাল লাগছে সমর্থকরা পুজোটা উপভোগ করতে পারবেন।” মিনি ডার্বিতে গুরুর কথা রাখলেন শিষ্যরা। এদিন প্রথমার্ধ গোলশূন্য অবস্থাতেই ছিল। বিরতির পর মোহনবাগানের রক্ষণে চাপ বাড়ায় মহামেডান। ৭২ মিনিটে গোল আসে মহামেডানের ফিলিপের পা থেকে। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ হেরে যেতে পারে মোহনবাগান। সেখান থেকেই জ্বলে উঠলেন শংকরলালের ছেলেরা। ৮৩ মিনিটের মাথায় পরিবর্ত হিসাবে নামে তীর্থঙ্কর সরকার দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল করে ম্যাচে ফেরান বাগানকে। মহামেডানের কফিনে শেষ পেরেকটি পোঁতেন ডার্বির অন্যতম নায়ক পিন্টু মাহাতো। ম্যাচের শেষ মিনিটে ডিকার পাস থেকে জঙ্গলমহলের পিন্টু বাঁ পায়ের অনবদ্য শটে পরাস্ত করেন মহামেডানের গোলকিপার প্রিয়ান্তকে। বল জালে জড়িয়ে যেতেই উৎসব শুরু হয়ে যায় যুবভারতীতে। সরকারিভাবে লিগ চ্যাম্পিয়ন হয়ে যায় মোহনবাগান।
[সুখদেব সিং ইস্যুতে ফেডারেশনকে চিঠি দিল ইস্টবেঙ্গল]
অন্যদিকে, ইস্টবেঙ্গল ১-০ গোলে হারিয়ে দেয় এদিন এফসিআইকে। এদিন বিশ্বকাপার অ্যাকোস্টাকে ছাড়াই মাঠে নেমেছিল লাল-হলুদ শিবির। ম্যাচের ১২ মিনিটে একমাত্র গোলটি করেন ইস্টবেঙ্গলের জবি জাস্টিন। এই ম্যাচ জিতে আপাতত লিগে দ্বিতীয় স্থানে শেষ করল ইস্টবেঙ্গল। যদিও পিয়ারলেসের একটি ম্যাচ বাকি রয়েছে। পিয়ারলেস জিতলে লিগে রানার্স হবে তারাই। সেক্ষেত্রে গত টানা ৮ বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল লিগে তৃতীয় স্থানে শেষ করবে। যা প্রায় অপ্রত্যাশিত লাল-হলুদ শিবিরের কাছে।
[জল্পনার অবসান, আগামী ২৮ অক্টোবর হবে মোহনবাগানের নির্বাচন]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.