Advertisement
Advertisement

Breaking News

অতিবৃষ্টিতে খেলতে নারাজ ইস্টবেঙ্গল, মাঝপথেই পরিত্যক্ত টালিগঞ্জ ম্যাচ

লিগের শুরুতেই ছন্দপতন, পরিত্যক্ত ম্যাচ।

CFL 2018: Heavy rain spoils evening, East Bengal and Tollygunj Agragami match abandoned
Published by: Subhamay Mandal
  • Posted:August 3, 2018 7:12 pm
  • Updated:August 6, 2018 3:47 pm  

সোম রায়: লিগের শুরুতেই ছন্দপতন। বৃষ্টিবিঘ্নিত পরিবেশে মাঝপথেই বাতিল হয়ে গেল চলতি মরশুমের কলকাতা ফুটবল লিগের প্রথম ম্যাচ। টানা আটবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ঘরের মাঠে খেলতে নেমেছিল টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে। কিন্তু সূত্রের খবর, টানা বৃষ্টির জেরে বিরতির পর আর খেলতে চায়নি লাল-হলুদ শিবির। অগত্যা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন রেফারি। এই সিদ্ধান্তে চূড়ান্ত ক্ষুব্ধ টালিগঞ্জ। বিরতিতে যখন বৃষ্টি থেমে গিয়ে খেলার মতো পরিবেশ ছিল তখন কেন খেলতে চাইল না চ্যাম্পিয়নরা, তা বোধগম্য হচ্ছে না ক্লাব কর্তৃপক্ষর। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন টালিগঞ্জ অগ্রগামী ক্লাবের সচিব। তবে ইস্টবেঙ্গলের দাবি, তারা নয় ম্যাচ বাতিল করেছে রেফারি। তারা ম্যাচ বাতিল করার কোনও কথাই নাকি বলেনি। অন্যদিকে, মরশুমের প্রথম ম্যাচে দলের জয় দেখতে মুখিয়ে থাকা লাল-হলুদ সমর্থকরাও ক্লাবের সিদ্ধান্তে। ম্যাচ বাতিল হওয়ায় পরে রিপ্লে হবে বলে জানা গিয়েছে। কিন্তু তার দিনক্ষণ ঠিক করবে আইএফএ-র কমিটি। সবমিলিয়ে ময়দানি ফুটবলে খুবই খারাপ বিজ্ঞাপন হয়ে রইল শুক্র সন্ধের ঘটনা।

তুমুল বৃষ্টিতে তখনও ম্যাচ চলছে।

এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। তবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন ইস্টবেঙ্গল-টালিগঞ্জ মুখোমুখি হয়। তুমুল বৃষ্টি উপেক্ষা করে প্রচুর লাল-হলুদ সমর্থক এদিন গ্যালারি ভরিয়েছিলেন। এবার ইস্টবেঙ্গলের টানা ন’বার চ্যাম্পিয়ন হওয়ার বিরল রেকর্ডের হাতছানি। কর্পোরেট স্পনসর এসেছে ক্লাবে। বদলেছে দলের নামও। দলকে ঢেলে সাজানোও হয়েছে। তাই সমর্থকদের প্রত্যাশা এবার একটু বেশিই। খেলার শুরুতে চেনা ছন্দেই ছিলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। ম্যাচের প্রথম মিনিটেই গোল পেয়ে যায় তাঁরা। টালিগঞ্জের ফুটবলারের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রচুর গোল দেখার আশায় বুক বাঁধছিলেন সমর্থকরা। কিন্তু গোল খেয়ে ম্যাচ ফেরত আসে টালিগঞ্জ। বৃষ্টিতে জল থইথই মাঠেও লাল-হলুদকে সমানে সমানে টক্কর দেয় মনোরঞ্জন ভট্টাচার্যের দল। গতবার যিনি ইস্টবেঙ্গলের অন্যতম মেন্টর ছিলেন, ঘরের ছেলে সেই মনাদাই এবার বিপক্ষ শিবিরে। স্বভাবতই ম্যাচটাকে ইস্টবেঙ্গল বনাম মনোরঞ্জন হিসাবে আখ্যা দিয়েছিলেন ময়দানের ফুটবল বিশেষজ্ঞরা। সম্মানের লড়াই ছিল মনোরঞ্জনের। লাল-হলুদ শিবিরকে অনেক জবাব তাঁর দেওয়ার ছিল। তাঁর হয়ে সেই কাজটাই করেন ফুটবলাররা। খোঁচা খাওয়া বাঘের মতো প্রতি-আক্রমণে গিয়ে ফল পায় টালিগঞ্জ। বিদেশি ফুটবলার লাগোর অসাধারণ গোলে সমতা ফেরায় টালিগঞ্জ। বর্ষণমুখর সন্ধেয় ইস্টবেঙ্গল সমর্থকদের আশায় জল ঢেলে দিয়ে।

Advertisement

বিরতির পর বৃষ্টি কিছুটা ধরে আসে। কিন্তু অতিবৃষ্টির অজুহাত দেখিয়ে ম্যাচ আর খেলতে চায়নি ইস্টবেঙ্গল। তাতেই ক্ষুব্ধ হয় টালিগঞ্জ। রেফারি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন। জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের ফুটবলার চুলোভা রেফারিকে গিয়ে বলেন, এই বৃষ্টিতে খেলা অসম্ভব। তবে এটাও শোনা গিয়েছে, ইস্টবেঙ্গলের টিডি সুভাষ ভৌমিক বিরতিতে রেফারিকে গিয়ে বলেন, ‘এইভাবে বৃষ্টির মধ্যে ফুটবলাররা দাঁড়িয়ে রয়েছে। আর আপনারা ১০-১৫ মিনিট ধরে আড্ডা মারছেন? হয় ম্যাচ করুন নাহলে বাতিল করুন।’ এরপরই নাকি রেফারি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। বিশেষজ্ঞরা এই ম্যাচ বাতিলের সিদ্ধান্তের তুমুল সমালোচনা করেন। রেফারি অবিবেচকের মতো কাজ করেছেন বলে তাঁদের মত। মরশুমের প্রথম ম্যাচ তার উপর যখন বৃষ্টি থেমে গিয়েছিল তখন কেন ম্যাচ বাতিল করা হল, প্রশ্ন বিশেষজ্ঞদের। এই ঘটনা ফুটবলের জন্য ভাল বিজ্ঞাপন নয় বলে মত অনেকের।

ছবি: অচিন্ত্য রায়

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement