Advertisement
Advertisement

Breaking News

বার্সার জার্সি গায়ে একশো গোলের মাইলস্টোন ছুঁলেন মেসি

সেলকিটকে ২-০ গোলে হারাল বার্সেলোনা৷ দু’টো গোলই মেসির৷ 

Celtic 0-2 Barcelona: Lionel Messi scores double goal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 24, 2016 6:18 pm
  • Updated:November 24, 2016 6:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থতা নিয়েই নাকি গ্লাসগো এসেছিলেন মেসি৷ তবে পরিসংখ্যান বলছে, অসুস্থতা সারিয়ে যখনই তিনি ফিরেছেন, সপ্রতিভ জয় পেয়েছে বার্সেলোনা৷ এবারও তার অন্যথা হয়নি৷ এবারের প্রতিপক্ষ ছিল সেলটিক৷

গত উইকএন্ডে মেসি না খেলায় পুরো দলের ছন্দই ঘেঁটে গিয়েছিল৷ মালাগার সঙ্গে ড্র করেছিল বার্সেলোনা৷ সেলকিটকে ২-০ গোলে হারাল বার্সেলোনা৷ দু’টো গোলই মেসির৷ উচ্ছ্বাসের মাত্রাটা একটু বেশি ছিল৷ কারণ, বার্সেলোনার হয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে মেসির মোট ১০০ গোল হয়ে গেল৷ প্রথম গোলটা নেমারের পাস থেকে৷ সেলটিক বক্সের বাঁ-দিক থেকে বল ধরে নেমার হাল্কা চিপ করেন৷ যেটা নিখুঁত লক্ষ্যে গিয়ে পড়ল মেসির পায়ে৷ তারপর গোল৷ আর দ্বিতীয়টা পেনাল্টি থেকে৷ আর সেই সৌজন্যে গ্রুপ থেকে এক নম্বর হয়েই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় গেল লুই এনরিকের দল৷

Advertisement

প্রথম পর্বে ঘরের মাঠে বার্সেলোনা সাত গোলে জিতেছিল৷ অতএব এই ফিরতি পর্বে সেলটিক দারুণ কিছু করে ফেলবে, এমন আশা কেউই করেননি৷ তবে তারা প্রথম পর্বের চেয়ে অনেক ভাল খেলেছে নিঃসন্দেহে৷ যে কারণে ম্যাচের পর বার্সা কোচ এনরিকেও বললেন, “আন্দাজই করেছিলাম সেলটিক লড়াই দেবে৷ তবে এতটা হয়তো আশা করিনি৷ ম্যাচটা আমাদের বেশ কষ্ট করেই জিততে হয়েছে৷ এক ম্যাচ বাকি থাকতে এক নম্বর হয়ে পরের রাউন্ডে যাওয়াটা বোনাস৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement