Advertisement
Advertisement

জমজমাট সেলিব্রিটি ক্লাসিকোয় ‘জয়ী’ স্পোর্টসম্যান স্পিরিট

তাঁদের খেলা দেখে মনে হল 'সেলেব্রিটি ক্লাসিকো'র জন্য রীতিমতো মতো অনুশীলন করেছেন তাঁরা৷ আর সেই কারণেই শুরুতে ধোনি-যুবিদের পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল অভিষেক বচ্চনের অল স্টার্স দল৷ তবে সারা বছর প্র্যাক্টিসে ফুটবল খেলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররাও৷ তাই তাঁদের হারানো চাট্টিখানি কথা নয়৷ ২-২ ড্র দিয়েই শেষ হয় ম্যাচ৷

Celebrity Clasico: match ends in a 2-2 draw
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 5, 2016 3:25 pm
  • Updated:September 10, 2020 1:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবাসরীয় আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সের গ্যালারিতে উপস্থিত অনেকেই ধরে নিয়েছিলেন বিরাট কোহলি, শিখর ধাওয়ানদের ফিটনেসের কাছে সহজেই হার মানবেন বিনোদন জগতের তারকারা৷ কিন্তু তাঁদের ধারণা ভুল প্রমাণ করলেন সুজিত সরকার, অর্জুন কাপুররা৷ তাঁদের খেলা দেখে মনে হল ‘সেলেব্রিটি ক্লাসিকো’র জন্য রীতিমতো মতো অনুশীলন করেছেন তাঁরা৷ আর সেই কারণেই শুরুতে ধোনি-যুবিদের পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল অভিষেক বচ্চনের অল স্টার্স দল৷ তবে সারা বছর প্র্যাক্টিসে ফুটবল খেলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররাও৷ তাই
তাঁদের হারানো চাট্টিখানি কথা নয়৷ ২-২ ড্র দিয়েই শেষ হয় ম্যাচ৷

06a79ca862a585850f801a06769bbb4cffa59947-tc-img-preview
কিন্তু মাঠ ছাড়ার সময় অল হার্টস দলের ক্যাপ্টেন কোহলির মুখে হাসি ফুটল না৷ চ্যারিটি ফুটবল ম্যাচ হোক বা ভারত-পাক মহারণ, নিজে ভাল পারফর্ম না করলে বা দলকে জেতাতে না পারলে মন খারাপ হয়ে যায় দিল্লির ব্যাটসম্যানের৷ এদিনও তেমনটাই হয়েছিল৷ ম্যাচের শেষ দিকে তাঁর পেনাল্টির আবেদন কানে নেননি রেফারি৷ অল হার্টসের হয়ে দু’টি গোল করেন যুবি ও লোকেশ রাহুল৷ তবে যে উদ্দেশ্যে ম্যাচের আয়োজন করা হয়েছিল, তা সফল৷ ক্রীড়া ও বিনোদন জগতের তারকাদের দেখতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার দর্শক৷ ম্যাচ থেকে উপার্জিত আয়ের পুরোটাই যাবে কোহলি ও জুনিয়র বচ্চনের স্বেচ্ছাসেবি ফাউন্ডেশনে৷

Advertisement

cee81f14412870a9a28d8dcfeaad28986b754c47-tc-img-preview
আর্ম ব্যান্ড পরে হাতে ফুটবল নিয়ে সমাজসেবা করার পালা শেষ৷ আগামী মাসের ৯ তারিখ দলকে নিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়ে যাবেন ভারতীয় টেস্ট অধিনায়ক৷ সেখানে চারটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement