Advertisement
Advertisement

Breaking News

বার্সেলোনার জয়ের পর মেসিকে ‘উষ্ণ’ উপহার মিস বামবামের

ইনস্টাগ্রামে পোস্ট করলনে নিজের 'হট' ছবি...

 Celebrating Barcelona victory, Miss BumBum posts raunchy pics
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 10, 2017 2:19 pm
  • Updated:March 10, 2017 2:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার খবরের শিরোনামে মিস বামবাম সুজি কর্টেজ। বার্সেলোনা তারকা লিওনেল মেসির ভক্ত সুজি বরাবরই সোশ্যাল মিডিয়ায় তাঁর উষ্ণ ছবি পোস্ট করার জন্য বিখ্যাত।

প্রতিবাদের মাধ্যম হয়ে ফিরে এল ‘কিস অফ লাভ’

কয়েকদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে প্যারিস সাঁ জাঁ-কে ৬-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রথম পর্বে প্যারিসে গিয়ে ০-৪ গোলে হেরেও দুর্দান্ত লড়াই করে ফিরে আসে বার্সা। যা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে। মেসি-নেইমার-সুয়ারেজদের এই জয়ের পরেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে মেসির জার্সি হাতে নিয়ে প্রায় নগ্ন একটি ছবি পোস্ট করেন সুজি। পাশে ৬ লেখা একটি বেলুনও রাখা ছিল। ছবিটি পোস্ট করে ‘মিস বামবাম’ লেখেন, ‘এই ছবিটি সেই সমস্ত সমর্থকদের জন্য যাঁরা মনে করেন এভাবেই ফিরে আসার লড়াই করা যায়।’

Advertisement

দেখুন ছবি:

bumbum1_web

এছাড়া বার্সেলোনার ছ’টি গোলের জন্য ছ’টি আঙুল দেখিয়েও একটি ছবি পোস্ট করেন তিনি।

দেখুন ছবি:

bum3_web

এর আগেও একাধিকবার মেসির জন্য বেশ কয়েকটি উষ্ণ ছবি পোস্ট করেছিলেন তিনি। এমনকী বার্সা মহাতারকা সুজি কর্টেজকে ইনস্টাগ্রামে ব্লকও করেন।

bum5_web

bum4_web

bum2_web

বসন্তোৎসবের অনুষ্ঠানে লাগাম টানল বিশ্বভারতী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement