Advertisement
Advertisement

Breaking News

নরসিংহের ডোপিং কাণ্ডে অভিযোগ দায়ের সিবিআইয়ের

হরিয়ানা সরকারের অনুরোধেই কেসটি রেজিস্টার হয়েছে বলে খবর৷

CBI has registered a case on Narsingh Yadav doping issue
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 18, 2016 8:47 pm
  • Updated:October 18, 2016 8:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুস্তিগির নরসিংহ যাদব কি সত্যিই দোষী? নাকি কোনও ষড়যন্ত্রের শিকার তিনি! সেই তদন্তের স্বার্থে মঙ্গলবার এফআইআর দায়ের করল সিবিআই৷ হরিয়ানা সরকারের অনুরোধেই কেসটি রেজিস্টার হয়েছে বলে খবর৷

রিও ওলিম্পিকে অংশ নেওয়ার ক’দিন আগেই ভারতীয় কুস্তিগিরের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ ওঠে৷ ডোপ পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় ওলিম্পিকের মঞ্চ অধরাই থেকে যায় তাঁর৷ জাতীয় কুস্তি ফেডারেশন তাঁর পাশে থাকলেও কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) তাঁকে চার বছরের জন্য নির্বাসনে পাঠায়৷

Advertisement

এর আগে জাতীয় ডোপিং বিরোধী সংস্থা (নাডা) নরসিংহকে ডোপিং বিতর্কে ক্লিনচিট দিয়েছিল। নাডা-র এই সিদ্ধান্তকে ভুল ঘোষণা করে নিষিদ্ধ মাদক সেবনের জন্য নরসিংহকে চার বছরের জন্য নিষিদ্ধ ঘোষণার দাবি জানায় বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা বা ওয়াডা। ওয়াডা সিএএস-এর দ্বারস্থ হলে সেখানেই নরসিংহের কেরিয়ারে ধাক্কা লাগে।

নরসিংহের পাশে দাঁড়িয়ে জাতীয় কুস্তি ফেডারেশন দাবি করেছিল, সোনপতে সাই গ্রাউন্ডের অনুশীলনের সময় কেউ ইচ্ছাকৃতভাবে তাঁর খাবারে নিষিদ্ধ মাদক মিশিয়ে দিয়েছিল৷ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, এই অভিযোগ তুলে হরিয়ানা পুলিশে এফআইআর করা হয়েছিল৷ সেই কেসই সিবিআইকে হস্তান্তর করা হল৷ ভারতীয় দণ্ডবিধির ৩২৮ ও ১২০বি ধারায় অভিযোগ দায়েরমামলা রুজু করা হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement