সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বদলে গিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। বদলে দিয়েছেন কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)।
বহু ব্যবহারে ক্লিশে হয়ে যাওয়া লাইন, তাঁর জন্যই আরও একবার ব্যবহার করা হচ্ছে। তিনি এলেন, দেখলেন এবং জয় করে নিলেন। প্রায় চার বছর পরে মোহনবাগানকে হারিয়ে ইতিহাসের অভিমুখ বদলে দেন কুয়াদ্রাত। আন্তর্জাতিক মিডিয়ায় এখন চর্চা হচ্ছে তাঁর। বার্সেলোনা ফুটবল ক্লাবের খবর প্রকাশ করে বার্সা টাইমস। সেখানে লেখা হয়েছে, নায়কের মর্যাদা পাচ্ছেন কার্লেস কুয়াদ্রাত।
স্প্যানিশ কোচের সাফল্যের কাহিনি ছড়িয়ে পড়েছে স্পেনেও। প্রশংসিত হয়েছেন কার্লেস কুয়াদ্রাত। বার্সা টাইমসে লেখা হয়েছে, “বার্সা অ্যাকাডেমির প্রাক্তন খেলোয়াড় কার্লেস কুয়াদ্রাত ইস্টবেঙ্গলের কোচ হিসেবে এখন নায়কের মর্যাদা পাচ্ছেন। চার বছর পরে ৬৫ হাজার দর্শকের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়েছে ইস্টবেঙ্গল।”
🚨| Former Barça academy player Carles Cuadrat was treated as a hero after taking charge of Indian club East Bengal and beating their bitter rivals, Mohun Bagan, for the first time in four years in front of 65,000 fans. [@Jordigil] #fcblive 🇮🇳 pic.twitter.com/HcwHWsfGnt
— BarçaTimes (@BarcaTimes) August 18, 2023
কোচ হয়ে এই শহরে আসার পরে খুব বেশি সময় পাননি কুয়াদ্রাত। অল্প সময়ের মধ্যে তিনি ইস্টবেঙ্গলকে তৈরি করেছেন। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে হোঁচট খেলেও, নিজেদের সামলে নিয়ে লাল-হলুদ এখন ছুটছে। তবে সামনে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল। পরীক্ষা আরও কঠিন। কুয়াদ্রাতকেও পরীক্ষা দিতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.