Advertisement
Advertisement

Breaking News

মেলবোর্নে অভিনব নজির গড়লেন তিন পেসার বুমরাহ-ইশান্ত-শামি

একসঙ্গে কী রেকর্ড গড়লেন থ্রি মার্কেটিয়ার্স?

Bumrah-Ishant-Shami create record
Published by: Sulaya Singha
  • Posted:December 29, 2018 8:54 pm
  • Updated:December 29, 2018 8:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শেষটা বেশ ভালই কাটছে টিম ইন্ডিয়ার। মেলবোর্নে ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে দল। অস্ট্রেলিয়াকে হারাতে পারলে ৩৭ বছরের পুরনো স্মৃতি ফিরবে এমএসজিতে। ১৯৮১ সালেই শেষবার মেলবোর্নে জিতেছিল ভারত। হাত ঘুরিয়ে প্রশংসা কুড়িয়েছেন জশপ্রিত বুমরাহ। আর ভালয় ভালয় দুটো উইকেট তুলে নিতে পারলেই কেল্লাফতে। সব মিলিয়ে হাজার স্লেজিংয়ের মধ্যেও বেশ ফুরফুরে মেজাজে ভারতীয় শিবির। তারই মধ্যে আরও একটি তথ্য নিঃসন্দেহে মুখে হাসি ফোটাবে দলের তিন পেসারের মুখে। ব্যক্তিগত স্তরে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন বুমরাহ, ইশান্ত শর্মা এবং মহম্মদ শামি।

[পেইনের বিদ্রুপের পালটা দিলেন পন্থ, ছাড়লেন না লিওঁকেও]

একসঙ্গে কী রেকর্ড গড়লেন থ্রি মার্কেটিয়ার্স? টেস্টে এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে সফল এই তিন ভারতীয় পেসার। মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনই এই অনন্য মাইলস্টোন স্পর্শ করলেন তাঁরা। ২০১৮ সালে তিন বোলার মিলে মোট ১৩১ টি উইকেট তুলে নিয়েছেন। ৩৪ বছর আগে এমন নজির গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিসের তিন তারকা জোয়েল গার্নার, মাইকেল হোল্ডিং এবং ম্যালকম মার্শাল। ১৯৮৪ সালে তিনজন মিলিতভাবে ঝুলিতে ভরেছিলেন ১৩০টি উইকেট। ২০০৮ সালে প্রোটিয়া ত্রয়ী মর্নি মর্কেল, মাখায়া এনতিনি এবং ডেল স্টেইন তুলে নিয়েছিলেন ১২৩টি উইকেট।

Advertisement

[মেলবোর্নে ইতিহাসের দোরগোড়ায় ভারত, বৃষ্টিই পারে অজিদের বাঁচাতে]

চলতি বছরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল বুমরাহর। তারপর থেকে একের পর এক সাফল্য পেয়েছেন। এক ক্যালেন্ডার ইয়ারে ন’টি টেস্টে বুমরাহর ব্যক্তিগত সংগ্রহ ৪৬ টি উইকেট। ১২টি ম্যাচ খেলে একইসংখ্যক উইকেট পেয়েছেন বাংলার পেসার শামি। এদিকে ১১টি ম্যাচে ৩৯ টি উইকেটের মালিক হন ইশান্ত। বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনই ইতিহাস গড়েছিলেন ভারতীয় বোলাররা। চলতি বছর ন’জন নিয়মিত বোলার এবং একজন পার্টটাইম বোলার মিলিতভাবে ১৪টি ম্যাচে ২৫৭টি উইকেট নিয়ে রেকর্ড গড়েন। সব মিলিয়ে বছর শেষে ভারতীয় বোলারদের পোয়া বারো। এবার সিরিজ ২-১ হলেই হবে মধুরেন সমাপয়েৎ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement