Advertisement
Advertisement

পুরনো মেজাজে ফিরলেন যুবরাজ, ছ’বছর পর ফের সেঞ্চুরি

ওয়ান ডে ক্রিকেটে এই নিয়ে ১৪টি সেঞ্চুরির মালিক হলেন তিনি৷

Breaking six year long draught spell, Yuvraj scores century
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 19, 2017 4:24 pm
  • Updated:June 17, 2022 6:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কামব্যাক করার সময়ই জানিয়েছিলেন, ধোনির সঙ্গে আবার ক্রিজ মাতাবেন তিনি৷ কথা রাখলেন যুবরাজ সিং৷ শুধু ক্রিজই মাতালেন না৷ আবার বিপদের সময় ভারতের ভরসার জায়গা হয়ে উঠলেন তিনি৷ ২০১১ বিশ্বকাপের পর আবার তাঁর ব্যাট থেকে এল ঝকঝকে সেঞ্চুরি৷

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে প্রথম ম্যাচে দুরন্ত জয় হাসির করেছিল ভারত৷ সে জয়ের কারিগর ছিলেন অধিনায়ক বিরাট কোহলি ও কেদার যাদব৷ ভিন্টেজ যুবরাজের কয়েক ঝলক মাত্র দেখেছিল পুণে৷ সেদিন ফিরতে হয়েছিল তাড়াতাড়ি৷ কিন্তু কথায় বলে, পুরনো মদের নেশাই আলাদা৷ এদিন মেজাজে মর্জিতে তাই যেন মনে করিয়ে দিলেন যবরাজ৷ সঙ্গে অবশ্যই সদ্য প্রাক্তন হওয়া অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ বিরাটের উইকেট তাড়াতাড়ি তুলে নিয়েছিলেন ইংরেজ বোলাররা কিন্তু ধোনি-যুবরাজ যুগলবন্দি যে আজও যে কোনওদিন বোলারদের ত্রাস হয়ে উঠতে পারে তারই নমুনা দেখল বারবাটি স্টেডিয়াম৷ ৯৮ বলে এদিন সেঞ্চুরি হাঁকালেন যবরাজ৷ ২০১১ বিশ্বকাপের পর তাঁর এই প্রথম সেঞ্চুরি৷ ওয়ান ডে ক্রিকেটে এই নিয়ে ১৪টি সেঞ্চুরির মালিক হলেন তিনি৷

Advertisement

C2htmAMWgAAJXML

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement