Advertisement
Advertisement

কোপায় অঘটন, ‘বিতর্কিত’ গোলে বিদায় ব্রাজিলের

১৯৮৫-র পর এই প্রথম কোপার প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নকে৷ সেই সঙ্গে ফিরে এল ছিয়াশির ‘হ্যান্ডবল’ বিতর্কের স্মৃতি৷

Brazil tumble out of Copa América in group stage after Peru's handball goal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 13, 2016 11:12 am
  • Updated:June 13, 2016 11:13 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার সকালের হঠাৎ বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দিল বঙ্গবাসীকে৷ কিন্তু টিভির সামনে ফুটবলপ্রেমীদের হতাশ করল কোপা থেকে ব্রাজিলের বিদায়৷ গ্রুপ লিগের শেষ ম্যাচে দুঙ্গা ব্রিগেডকে ১-০ গোলে হারিয়ে দিল পেরু৷ ১৯৮৫-র পর এই প্রথম কোপার প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নকে৷ সেই সঙ্গে ফিরে এল ছিয়াশির ‘হ্যান্ডবল’ বিতর্কের স্মৃতি৷

এদিন খেলার ৭৫ মিনিটে একমাত্র গোলটি করেন পেরুর বদলি হিসেবে নামা রাউল রুইদিয়াজ৷ এখান থেকেই হয় বিতর্কের সূত্রপাত৷ অভিযোগ ওঠে গোলটি রুইদিয়াজের হাতে লেগে হয়েছে৷ পরে টেলিভিশন রিপ্লেতেও সেই দৃশ্যই দেখতে পাওয়া যায়৷ তবে, সহকারীর সঙ্গে আলোচনা করেও তা ধরতে পারেননি রেফারি৷ আর বিতর্কিত সেই গোলেই কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে ব্রাজিলকে ছিটকে দিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠে গেল পেরু৷

Advertisement

braz tatka 2

এর আগে গ্রুপ লিগের অন্য ম্যাচে ইকুয়েডর হাইতিকে হারিয়ে ৫ পয়েন্টে পৌঁছে যাওয়ায় ব্রাজিল-পেরু ম্যাচের গুরুত্ব বেড়ে যায়৷ হারলে বিদায়, আর ড্র হলে গোল অ্যাভারেজের হিসেবনিকেশ, এমন অবস্থায় টানটান উত্তেজনার এই ম্যাচে প্রথমের দিকে ব্রাজিলের প্রাধান্য ছিল৷ কিন্তু দ্বিতীয়ার্ধে অ্যাটাকিং ফুটবল খেলতে থাকে পেরু৷ ৭৫ মিনিটে বিতর্কিত গোলে এগিয়ে যায় তারা। এরপর গোল শোধের একাধিক সহজ সুযোগ পেলেও ব্রাজিলিয়রা গোল করতে ব্যর্থ হন৷

৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ বি’র শীর্ষে পেরু৷ ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইকুয়েডর৷ অন্যদিকে ৩ ম্যাচে এক হার, এক জয় ও এক ড্র মিলিয়ে মোট চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ব্রাজিল৷ ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কোপার সবচেয়ে সফল দল উরুগুয়ে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement