Advertisement
Advertisement

Breaking News

Pele

ক্রাইস্ট দ্য রিডিমারের গায়ে পেলের ১০ নম্বর জার্সি, ফুটবল সম্রাটের মৃত্যুবার্ষিকীতে অভিনব শ্রদ্ধার্ঘ্য

পেলে-কে অনন্য সম্মান জানাল ব্রাজিল।

Brazil pays tributes to Pele one year after his death, Christ the Redeemer wears his number। Sangbad Pratidin

পেলের ১০ নম্বর জার্সি গায়ে চাপিয়ে দাঁড়িয়ে রয়েছে ক্রাইস্ট দ্য রিডিমার। ছবি: এক্স হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 30, 2023 2:58 pm
  • Updated:December 30, 2023 2:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক বছর হয়ে গেল তিনি নেই। কিংবদন্তি পেলের (Pele) প্রথম মৃত্যুবার্ষিকী ছিল শনিবার, ২৯ ডিসেম্বর। ২০২২ সালের ২৯ ডিসেম্বর সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফুটবল সম্রাট। ৮২ বছর বয়সে ক্যানসারের কাছে হার মেনেছিলেন ব্রাজিলের (Brazil) কিংবদন্তি। আর তাই তাঁর মৃত্যুবার্ষিকীতে দারুণ উদ্যোগ নেওয়া হল।

ব্রাজিলের ফুটবলপ্রেমীরা পেলের প্রথম মৃত্যুবার্ষিকীতে বিশেষ ভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেছে। রিও ডি জেনেইরো শহরের সঙ্গে জড়িয়ে রয়েছে ‘ক্রাইস্ট দ্য রিডিমার’ (Christ the Redeemer)। ‘ক্রাইস্ট দ্য রিডিমার’ আসলে যিশুর দু’পাশে দু’হাত মেলে দাঁড়ানো একটি মূর্তি। সেই মূর্তিতেই পেলের পরা ১০ নম্বর জার্সি লেজার শোয়ের মাধ্যমে পরানো হয়।

Advertisement

[আরও পড়ুন: ৭৪ বছরে চিরঘুমে গাভাসকর-অমরনাথদের চাপে রাখা স্পিনার দীপঙ্কর সরকার]

 

পেলের স্পোর্টসম্যানশিপ সম্পর্কে পোপ ফ্রান্সিসের এক বার্তাও তুলে ধরা হয় ক্রাইস্ট দ্য রিডিমারে। ব্রাজিল ফুটবলের পক্ষ থেকে পেলের ১০ নম্বর জার্সি পরা ক্রাইস্ট দ্য রিডিমারের সেই ছবি শেয়ার করা হয় X হ্যান্ডেলে। ক্যাপশনে লেখা হয়, ‘আজ রাতের ক্রাইস্ট দ্য রিডিমার। আজকের দিনেই গত বছর পেলে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন।’

এমনকি ফিফার তরফ থেকেও ফুটবল সম্রাটকে সম্মান জানানো হয়। ফিফা শ্রদ্ধার্ঘ্যে লেখে, ‘এক বছর কেটে গিয়েছে, কিংবদন্তী নেই।’

 

ব্রাজিলের হয়ে তিনি জিতেছেন তিনটি বিশ্বকাপ। ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালে বিশ্বকাপ জেতেন তিনি। বিশ্ব ফুটবলের ইতিহাসে তিনিই একমাত্র ফুটবলার, যাঁর এই নজির রয়েছে। মাত্র ১৭ বছর বয়সে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপ জেতেন তিনি। যে নজির এখনও অটুট রয়েছে তাঁর।

৮১২টি অফিসিয়াল ম্যাচ খেলে তাঁর দখলে রয়েছে ৭৫৭টি গোল। দীর্ঘ দিন পর ক্লাব এবং দেশের হয়ে সর্বাধিক গোল করার তাঁর এই নজির ভেঙে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন এবং স্যান্টোসের তথ্য অনুযায়ী ১৩৬৭ ম্যাচে পেলে মোট গোল করেছেন ১২৮৩। তবে ফিফার রেকর্ড অনুযায়ী, ১৩৬৬ ম্যাচে পেলের গোল সংখ্যা ১২৮১।

[আরও পড়ুন: ‘আপনি মুখ খুললেই বিতর্ক!’, নেটিজেনের মন্তব্যের মোক্ষম জবাব গম্ভীরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement