সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ মুহূর্তের গোলে স্পেনকে হারিয়ে অলিম্পিকে সোনা জিতল ব্রাজিল। শনিবার অলিম্পিক ফাইনালে স্পেনকে ২-১ গোলে হারিয়ে দিলেন ডানি আলভেসরা (Dani Alves)। এই নিয়ে পরপর দুই অলিম্পিকে ‘পোডিয়াম ফিনিশ’ করল সেলেকাওরা। শেষবার এই কৃতিত্ব দেখিয়েছিল আর্জেন্টিনা। ২০০৪ এবং ২০০৮ অলিম্পিকে পরপর চ্যাম্পিয়ন হয়েছিল মেসির (Messi) দেশ।
O OURO CONTINUA NO BRASIL! Foi na raça, na dedicação e no talento do futebol brasileiro! A medalha dourada é nossa mais uma vez e agora podemos comemorar! Obrigado, #SeleçãoOlímpica! Vocês são incríveis e marcaram os seus nomes na história! ⚽🏅🇧🇷💚💛#BRAxESP #JogosOlímpicos pic.twitter.com/m0o8sVfwqk
— CBF Futebol (@CBF_Futebol) August 7, 2021
শনিবার ইয়োকোহামা স্টেডিয়ামে ফেভারিট হিসাবেই শুরু করেছিল ব্রাজিল। কারণ, এবারের টুর্নামেন্টে একেবারে গোড়া থেকেই ঝকঝকে ফুটবল উপহার দিয়েছে তাঁরা। তবে, স্পেনও তাল ঠুকছিল। সদ্য ইউরো কাপ খেলে আসা দলের বেশ কয়েকজন সদস্যও ছিলেন স্প্যানিশ দলে। ফাইনালে দুই দলের টানটান লড়াই উপভোগ করল ফুটবল বিশ্ব। শুরু থেকে সমানে সমানে লড়াই হলেও প্রথমার্ধের ইনজুরি টাইমে এগিয়ে যায় ব্রাজিল। ডানি আলভেসের ভাসানো ক্রস থেকে গোল করেন ম্যাথিউস কুনহা। তবে দ্বিতীয়ার্ধে কামব্যাক করে স্পেন। ম্যাচের বয়স যখন ঘণ্টাখানেক তখনই মিকেল ওইয়ারজাবালের গোলে সমতা ফেরায় ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। এরপর নির্ধারিত সময়ে আর কোনও গোল হয়নি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
একটা সময় মনে হচ্ছিল খেলা শেষ হবে অমীমাংসিতভাবেই। কিন্তু ১১৪ মিনিটে ম্যালকমের গোলে জয় নিশ্চিত হয় ব্রাজিলের। শেষ কয়েক মিনিটে আর গোল করার সুযোগ তৈরি করতে পারেনি স্পেন। প্রসঙ্গত, দীর্ঘদিন বাদে ২০১৬ সালে নেইমারদের হাত ধরে রিও অলিম্পিকে সোনা এসেছিল ব্রাজিলের দখলে। এবারে সেই সোনা ধরে রাখল তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.