ব্রাজিল – ০ ইকুয়েডর – ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজয়ীদের মতো শুরুটা তো হলই না, বরং হারতে হারতে রেফারির কৃপায় কোনওরকমে বেঁচে গেল ব্রাজিল৷ নেইমার নেই৷ নেই কাকাও৷ ফরোয়ার্ড লাইনে একা জোনাস৷ শেষ মুহূর্তে চোটের জন্য মিরান্ডা ও ব্যক্তিগত কারণে দল থেকে বাদ পড়েন লুইস গুস্তাভো৷ এমন দল নিয়ে কোপা আমেরিকায় যে লড়াই করা কঠিন হয়ে উঠবে তা হয়তো নিজেদের প্রথম ম্যাচেই টের পেয়ে গেলেন দুঙ্গা৷
কোথায় ফুটবলারদের সেই আগ্রাসন, কোথায় সেই যোগা-বনিতোর ঝলক! দুঙ্গার দলে দর্শনীয় ফুলবলের ছিকে-ফোঁটাও নেই৷ দ্বিতীয়ার্ধে ডান দিক থেকে ইনার ভ্যালেন্সিয়ার ক্রস কোনওক্রমে ব্রাজিলের জাল খুঁজে পায়৷ সেই সুবাদে ইকুয়েডর এগিয়েও যেত৷ কিন্তু বলটিকে ডেড বল ঘোষণা করে গোলটি বাতিল করে দেওয়া হয়৷ রবিবার পাসাদেনায় একাধিকবার প্রতিপক্ষের ডেরায় ঢুকেও রক্ষণ ভাঙতে পারলেন না কউটিনহো৷ প্রতি আক্রমণে নজর কাড়ল ইকুয়েডর৷ তবে অতটুকুই৷ তারাও গোলের মুখ খুলতে ব্যর্থ৷
স্ট্যান্ডে বসে দলের অসহায় অবস্থা চাক্ষুষ করছিলেন বার্সা স্ট্রাইকার নেইমার৷ ওলিম্পিকে দলকে নেতৃত্ব দিতে হবে৷ তাই শতবর্ষের কোপায় তাঁকে বাইরেই রাখা হয়েছে৷ ব্রাজিল বিশ্বকাপ ও গত কোপাতে চোট পেয়ে ছিটকে যেতে হয়েছিল ব্রাজিলের পোস্টার বয়কে৷ তারপরই শেয়ার বাজারের মতো ঝপ করে পড়ে যায় ব্রাজিলের পারফরম্যান্স৷ এবারও প্রথম ম্যাচেই নেইমারের অভাবটা চোখে পড়ল৷ তাঁর অনুপস্থিতি যে দলের আত্মবিশ্বাসের ভাঁড়ার খালি হয়ে যায়, তা আবার স্পষ্ট৷ এবারের ব্রাজিলকে খুব বেশি হলে সেমিফাইনালে দেখছেন ফুটবল বিশেষজ্ঞরা৷
বুধবার এই ব্রাজিলের বিরুদ্ধেই নামবে হাইতি৷ সেদিন দ্বিধাবিভক্ত হবে কলকাতা৷ ব্রাজিল ভক্তদেরও নজর থাকবে হাইতিয়ান স্ট্রাইকার সোনি নর্ডির দিকে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.