Advertisement
Advertisement

শেষপর্যন্ত রিও ওলিম্পিকে যাওয়া হচ্ছে না মেরি কমের

রিওর টিকিট পাকা করার দু'বার সুযোগ এসেছিল মণিপুরি বক্সারের কাছে৷ একবার মার্চে এশিয়ান জোন কোয়ালিফায়ারে আর একবার গত মাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপে৷ কিন্তু দু'টো প্রতিযোগিতাতেই ব্যর্থ হন তিনি৷ অগত্যা আওসি-র দিকেই মুখ চেয়ে বসে থাকতে হয়েছিল তাঁকে৷

Boxer Mary Kom denied wild card entry into Rio Olympics
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 23, 2016 2:15 pm
  • Updated:June 23, 2016 3:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধুমকেতুর মতোই খবরটা এসে পৌঁছল মেরি কমের কাছে৷ রিও ওলিম্পিকের রিংয়ে নামা হচ্ছে না তাঁর৷ ইন্টারন্যাশনাল ওলিম্পিক কমিটি (আইওসি) সাফ জানিয়ে দিয়েছে, ওলিম্পিকে ওয়াইল্ড কার্ড এন্ট্রির অনুমতি দেওয়া হবে না৷ মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল৷ এমন খবরে ভারতীয়দের কাছেও আসন্ন ওলিম্পিক নিয়ে উত্তেজনাটা অনেকখানি কমে গেল৷

রিওর টিকিট পাকা করার দু’বার সুযোগ এসেছিল মণিপুরি বক্সারের কাছে৷ একবার মার্চে এশিয়ান জোন কোয়ালিফায়ারে আর একবার গত মাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপে৷ কিন্তু দু’টো প্রতিযোগিতাতেই ব্যর্থ হন তিনি৷ অগত্যা আইওসি-র দিকেই মুখ চেয়ে বসে থাকতে হয়েছিল তাঁকে৷ তারা সবুজ সংকেত দিলে তবেই রিওর ছাড়পত্র পেতেন মেরি কম৷ ভারতীয় বক্সারকে খেলাধুলার সেরা মঞ্চে পৌঁছে দিতে চেষ্টার খামতি রাখেনি ভারতীয় ওলিম্পিক অ্যাসোসিয়েশন ও তার অ্যাড-হক কমিটি৷ ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে যাতে তিনি ওলিম্পিকে অংশ নিতে পারেন, তার জন্য আন্তর্জাতিক বক্সিং সংস্থাকে (এআইবিএ) লিখিত প্রস্তাব পাঠিয়েছিল তারা৷ জাতীয় ওলিম্পিক সংস্থার এই প্রয়াসে আশার আলো দেখছিলেন মেরি কম৷ কিন্তু বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হল, রিওর রিংয়ে মেরি কমের নামা হচ্ছে না৷

Advertisement

আসন্ন ওলিম্পিকের জন্য তাঁকে নিয়ে টিভি চ্যানেলে প্রোমোও তৈরি হয়ে গিয়েছিল৷ আসন্ন ওলিম্পিকের জার্সি গায়ে ভারতীয় গুডউইল অ্যাম্বাস্যাডর সলমন খানের সঙ্গে ফটোশুটও করে ফেলেছিলেন৷ তারপর এমন খবর মেনে নেওয়া যে কোনও অ্যাথলিটের কাছেই কঠিন৷ ভাঙলেও অবশ্য মচকাচ্ছেন না লন্ডন ওলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সার৷ রিওতে যাওয়া হচ্ছে না ঠিক, কিন্তু এখনই অবসরের কথা ভাবছেন না তিনি৷ বলছেন, “শুনলাম যে ওলিম্পিকে ওয়াইল্ড কার্ডে ঢুকতে পারব না৷ মন খারাপ হচ্ছে ঠিকই৷ কিন্তু এটা কোনওভাবেই আমার হাতে ছিল না৷ তাই এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি৷ তবে এখনই বক্সিংকে বিদায় জানাচ্ছি না৷ যতদিন নিজেকে ফিট বলে মনে হবে, ততদিন খেলা চালিয়ে যাব৷ এবছর ওলিম্পিক ছাড়া কোনও বড় প্রতিযোগিতা নেই৷ তাই ফের রিংয়ে নামার আগে নিজেকে তৈরি করে নেওয়ার জন্য হাতে অনেকটা সময় পাব৷”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement