Advertisement
Advertisement

Breaking News

Border Gavaskar Trophy

পারথে প্রথম টেস্টে খেলতে পারেন শুভমান! আশার কথা শোনালেন বোলিং কোচ মর্কেল

মর্কেল নজর রাখতে বললেন তরুণ তুর্কি নীতীশকুমার রেড্ডির দিকেও।

Border Gavaskar Trophy: Morne Morkel said that they will take call on Shubman Gill on morning of the test

শুভমান গিল। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:November 20, 2024 2:32 pm
  • Updated:November 20, 2024 2:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারদ চড়ছে বর্ডার গাভাসকর ট্রফির। ২২ নভেম্বর থেকে শুরু হবে পারথে প্রথম টেস্ট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকামের পর ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া। কিন্তু চিন্তা বাড়াচ্ছে অনেক বিষয়ই। প্রথম টেস্টে নেই রোহিত শর্মা, নেতৃত্ব দেবেন জশপ্রীত বুমরাহ। চেনা ছন্দে নেই বিরাট কোহলিও। তার মধ্যে ম্যাচ সিমুলেশনে চোট পেয়েছিলেন শুভমান গিল।

এই পরিস্থিতিতেও আশাবাদী ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল। বিশেষ করে শুভমান গিলকে নিয়ে। এর আগে আঙুলে চোট পেয়েছিলেন ভারতীয় ব্যাটার। শোনা যাচ্ছিল, পারথে তাঁর না খেলার সম্ভাবনাই বেশি। কিন্তু এদিন সাংবাদিক সম্মেলনে মর্কেল জানিয়ে দিলেন, “শুভমান ধীরে ধীরে উন্নতি করছে। আমরা পারথ টেস্টের দিন সকালে ঠিক করব, শুভমান খেলবে কিনা। ম্যাচ সিমুলেশনেও ও ভালো খেলেছে। বাকিটা ভাগ্যের উপর।”

Advertisement

এই টেস্টে অভিষেক হতে পারে দুই তরুণ তুর্কির। সেখানে নীতীশকুমার রেড্ডির উপর বাজি ধরছেন মর্কেল। তাঁর বক্তব্য, “আমাদের দলের তরুণ তুর্কিদের মধ্যে অন্যতম নীতীশ। একটা দিক ধরে খেলার ক্ষমতা ওর আছে। বিশেষ করে প্রথম কয়েকদিনে ওকে কাজে লাগবে। তাছাড়া ভালো বল করতে পারে। বিশ্বের যে কোনও দলই এরকম অলরাউন্ডার চাইবে, যে পেসারদের সাহায্য করতে পারবে। বাকিটা বুমরাহর উপরে। অধিনায়ক হিসেবে ও কীভাবে নীতীশকে ব্যবহার করবে। এই সিরিজে ওর দিকে চোখ রাখুন।” এছাড়া অভিষেক হতে পারে হর্ষিত রানারও।

আর বর্ষীয়ান কোহলি? তাঁর ফর্ম নিয়ে কম চর্চা নেই। যদিও অস্ট্রেলিয়ার সংবাদপত্রগুলিতে ফলাও করে ছাপছে ‘কিং’ কোহলির ছবি। তাঁকে নিয়ে আশাবাদী ভারতের বোলিং কোচও। মর্কেল জানালেন, “যে পেশাদারিত্ব আর তাগিদ নিয়ে বিরাট খেলে, তার তুলনা নেই। নেটেও সর্বস্ব দিয়ে অনুশীলন করে। যেসব তরুণ তারকারা ওকে দেখবে, তারা নিজেদের খেলার উন্নতি করতে সাহায্য পাবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement