সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল বেটিং চক্রে জড়িত বুকি সোনু জালানকে জেরা করে ফের সামনে এল বিস্ফোরক তথ্য। আরবাজ খানের পর এবার বলিউড পরিচালক সাজিদ খানের নাম ফাঁস করল সোনু। থানে পুলিশের গোয়েন্দা বিভাগকে সে জানায়, সাত বছর আগে ক্রিকেট ম্যাচে বেটিং করতেন ফারহা খানের ভাই।
গোটা বিশ্বে বেটিংয়ের বড়সড় জাল বিস্তার করেছে সোনু। এমনকী আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গেও যোগাযোগ রয়েছে তার। আইপিএল বেটিং কাণ্ডের তদন্তে নেমে সোনুকে জেরা করে একাধিক তথ্য পেয়েছেন গোয়েন্দারা। বহু হাইপ্রোফাইল সেলেবের সঙ্গে ওঠাবসা ছিল সোনুর। তাঁদের মধ্যেই অন্যতম আরবাজ খান। গত ছ’বছর ধরে সলমন খানের ভাইয়ের সঙ্গে ক্রিকেট বেটিংয়ের সূত্রে যোগাযোগ ওই বুকির। সোনু জালানকে গ্রেপ্তারের পরই সে কথা জানতে পারে পুলিশ। এরপরই বলিউড অভিনেতাকে তলব করা হয়। ঘটনার সত্যতা স্বীকারও করে নেন আরবাজ। সেই সঙ্গে বেটিং চক্রে জড়িত সাতজন সেলিব্রিটির নামও ফাঁস করেছিলেন তিনি বলে জানা গিয়েছিল। তবে সেসব নাম প্রকাশ্যে আনেননি গোয়েন্দারা। কিন্তু এবার সামনে এল পরিচালক সাজিদ খানের নাম। সোনু জানায়, হিন্দি ছবির জগতে অত্যন্ত জনপ্রিয় এই পরিচালক সোনুর মাধ্যমেই ক্রিকেট ম্যাচে টাকা লাগাতেন। তবে সে ঘটনা সাত বছর আগের। আর সেই কারণেই সাজিদকে এখনও পর্যন্ত ডেকে পাঠানোর সিদ্ধান্ত নেয়নি পুলিশ। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি সাজিদ খান৷
Bookie Sonu Jalan has named Director Sajid Khan, has said, around 7 years ago Sajid used to place bets on cricket matches. Thane police is investigating into Sonu’s claims but have not decided to summon Sajid for joining the investigation yet: Thane crime branch sources pic.twitter.com/Un0DjIShmj
— ANI (@ANI) June 5, 2018
গত ১৫ মে সোনু জালান-সহ মোট চারজন বুকিকে মুম্বইয়ের কাছে ডোম্বিভলি থেকে গ্রেপ্তার করেছিল থানে পুলিশ৷ জেরায় জানা যায়, গোটা দুনিয়ায় সোনুর বেটিংয়ের ব্যবসা রয়েছে৷ যা থেকে তার বার্ষিক আয় ১০০ কোটি টাকারও বেশি৷ ১২০০-রও বেশি খদ্দের ছিল তার৷ তার সঙ্গে আর কার যোগাযোগ ছিল তা খতিয়ে দেখছে পুলিশ৷ এখনও পর্যন্ত বেটিং চক্রে জড়িত মোট ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাদের জেরা করে আরও কিছু নতুন নাম উঠেছে এসেছে৷ গোটা বিষয়টি নিয়ে চলছে তদন্ত৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.