সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটের ‘বেতাজ বাদশা’ কে? অনেকেই চোখ বন্ধ করে বলে দেবেন বিরাট কোহলি। গত কয়েক বছরে ব্যাট হাতে তাঁর পারফরম্যান্স এবং অধিনায়কত্বে সীমিত ওভারের ক্রিকেটে ভারতের সাফল্যই কোহলিকে সেরার আসনে বসিয়েছে। কিন্তু টিম ইন্ডিয়ার অধিনায়কের এই আধিপত্যকে মোটেই ভাল চোখে দেখছেন না কিংবদন্তি স্পিনার বিষেণ সিং বেদি। তাঁর অভিযোগ, কোহলি যা চাইছেন ভারতীয় ক্রিকেটে তাই হচ্ছে। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে বেদি নাম না করে বলেন, ‘একজন ব্যক্তির ইচ্ছেতেই ভারতীয় ক্রিকেটের সবকিছু ঠিক হচ্ছে।’
অনিল কুম্বলের ভারতীয় দলের কোচের পদ ছাড়া নিয়ে প্রশ্ন করা হয়েছিল বেদিকে। কুম্বলের সরে দাঁড়ানোর পিছনে কোহলির ভূমিকাকে কাঠগড়ায় তোলেন কিংবদন্তি স্পিনার। বেদির সাফ ইঙ্গিত, ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কের অবনতির জন্যই ভারতীয় দলের হেডস্যারের পদ ছাড়তে হয়েছিল কুম্বলেকে।” তিনি বলেন,” পরিস্থিতি এমন জায়গায় চলে গিয়েছিল যে অনিলের আর কিছু বলার ছিল না।” উল্লেখ্য, ২০১৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের দু’দিন পরেই পদত্যাগ করেন অনিল কুম্বলে। সেসময় কোহলির সঙ্গে সম্পর্কের অবনতিকেই পদত্যাগের কারণ বলে মনে করেছিলেন অনেকেই।
কোহলির অফ-ফিল্ড প্রভাব নিয়ে সমালোচনা করলেও, অন-ফিল্ড পারফরম্যান্সের প্রশংসা করেছেন বিষেণ সিং বেদি। তিনি বলেন, ভারতীয় দলটা ভাল। কিন্তু অনেকটা ওয়ান ম্যান আর্মির মতো, সবকিছুই কোহলির উপর নির্ভরশীল। সব ফোকাসই বিরাটের উপর। এটা ওর উপর বাড়তি চাপ। আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতের সম্ভাবনা নিয়ে বেদি বলেন, ‘ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো এই সফরটিও কঠিন হতে চলেছে ভারতের জন্য। অস্ট্রেলিয়া ভাল দল, স্মিথ আর ওয়ার্নার না থাকলেও ওরা যথেষ্ট শক্তিশালী।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.