Advertisement
Advertisement
CSK

বড় ধাক্কা চেন্নাই শিবিরে, ভরা আইপিএলেই ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

কোন তারকাকে পাচ্ছে না সিএসকে?

Big blow for CSK, Devon Conway ruled out from IPL

চেন্নাই সুপার কিংস। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:April 18, 2024 4:05 pm
  • Updated:April 18, 2024 4:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাই সুপার কিংসের জন্য খারাপ খবর। আইপিএল থেকেই ছিটকে গেলেন ডেভন কনওয়ে (Devon Conway)।
শুরু থেকে খেলতে পারবেন না নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার। মেগা ইভেন্টের বল গড়ানোর আগে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।
দ্বিতীয়ার্ধে তাঁকে পাওয়া যাবে বলে ধরে নিয়েছিল চেন্নাই। কিন্তু আইপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল সিএসকে। জানা গেল কনওয়ের পক্ষে নামা সম্ভবই নয়। সিএসকে ছটি ম্যাচ খেলে ফেলেছে। কনওয়ে নামেননি সেই সব ম্যাচগুলোয়। 

[আরও পড়ুন: ‘ধোনি আমাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে’, উইকেট কিপিং নিয়ে মুখ খুললেন রোহিত]

 

Advertisement

কনওয়েতে আশাভঙ্গ হওয়ায় ঋতুরাজ গায়কোয়াডের দল ইংল্যান্ডের পেসার রিচার্ড গ্লিসনকে দলে নিল। গ্লিসনের অবশ্য আইপিএলে খেলার অভিজ্ঞতা নেই। ২০২২ সালে ভারতের মাটিতে অভিষেক ঘটে তাঁর। ৩৫ বছর বয়সি এই ক্রিকেটার টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টি-টেয়েন্টি ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলি ও ঋষভ পন্থের উইকেট নেন। ১৫ রানে তিন-তিনটি উইকেট নিয়েছিলেন গ্লিসন। ইংল্যান্ডের হয়ে ৬টি টি টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি। 

চেন্নাই সুপার কিংস বিজ্ঞপ্তি পাঠিয়ে জানিয়েছে, আইপিএল ২০২৪ সালের বাকি ম্যাচগুলোর জন্য চেন্নাই দলে নিয়েছে রিচার্ড গ্লিসনকে। ইংল্যান্ডের হয়ে ৬টি টি-টোয়েন্টি ম্যাচ থেকে ৯টি উইকেট নেন তিনি।  ৯০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন গ্লিসনের সংগ্রহে ১০১টি টি-টোয়েন্টি উইকেট। ৫০ লাখ টাকার বিনিময়ে গ্লিসনকে দলে নিয়েছে চেন্নাই। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পান নিউজিল্যান্ডের ব্যাটার। সেই চোটই তাঁকে নামতে দিল না এবারের টুর্নামেন্টে।
কনওয়ের না থাকাটা নিঃসন্দেহে চেন্নাই (CSK) শিবিরের জন্য বড় ক্ষতি। কারণ গত মরশুমে সিএসকে-র জার্সিতে ৬৭২ রান করেছিলেন এই কিউয়ি ওপেনার। গড় ছিল ৫১.৬৯। ১৬টি ম্যাচের মধ্যে হাফডজন হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। স্ট্রাইক রেট ছিল ১৩৯.৭১। ফাইনালে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তাঁর ২৫ বলে ৪৭ রানের ইনিংসও ছিল দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement