সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনা ছিলই। তা সত্যি করে দীর্ঘদিনের বান্ধবী নূপুর নাগরের সঙ্গে বাগদান পর্ব সারলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা ভুবনেশ্বর কুমার। গত বুধবার গ্রেটার নয়ডাতে দুই পরিবার ও নিজেদের কয়েকজন খুব কাছের বন্ধুর উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। পরে সেই অনুষ্ঠানের ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেন ভুবি। সঙ্গে লেখেন, ‘স্মৃতির সরণি থেকে ঘুরে এলাম। কত পুরনো কথা ভিড় করল। এবার সেটাই আমাকে ভবিষ্যতের স্বপ্নপূরণের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।’
এর আগে বিরাট-যুবিদের টেক্কা দিয়ে এক্কেবারে অভিনব স্টাইলে নিজের ‘বেটার হাফ’-এর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। বিরাট কোহলি থেকে হার্দিক পাণ্ডিয়া, শিখর ধাওয়ান থেকে রোহিত শর্মা, খেলার পাশাপাশি সোশ্যাল সাইটেও তাঁরা বেশ মনোযোগী। আর সেই দৌলতে স্বপ্নের ক্রিকেটারদের আরও কাছাকাছি পৌঁছে যেতে পারেন সমর্থকরাও। সেই তালিকার অন্যতম সদস্য হলেন ভুবনেশ্বর কুমার। সম্প্রতি ফেসবুকে একটি ছবি পোস্ট করে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছিলেন। রেস্তরাঁয় ডিনারের একটি ছবি পোস্ট করেন ভারতীয় পেসার। কিন্তু ছবিতে তাঁকে একাই দেখা গিয়েছিল। স্পষ্ট বোঝা যাচ্ছে ছবিটি ক্রপ করা। নিচে লেখা খুব শীঘ্রই পুরো ছবিটা দেখতে পাবেন। অবশেষে দেখা মেলে ছবির বাকি অংশের। যেখানে ডিনার ডেট-এ ভুবির সঙ্গে ছিলেন এক সুন্দরী যুবতী। সঙ্গে লেখা, ‘এই হল ছবির বেটার হাফ।’ আর তিনিই ছিলেন নূপুর নাগর। তাঁর সঙ্গেই গত বুধবার বাগদান পর্ব সারলেন ভুবনেশ্বর।
ছেলের পছন্দকে মেনেও নিয়েছেন ভুবনেশ্বরের বাবা কিরণ পাল সিং। এর আগে তিনি জানিয়েছিলেন, ‘দুই পরিবারই একে-অপরকে বহুদিন ধরে চেনে। নূপুরকে ভুবনেশ্বর পছন্দও করত। ও আমাদের জানায় এবং আমরা খুশি। মেয়েটি খুব ভাল এবং অনেক দূর পড়াশোনা করেছে। ওদের পরিবারও খুব ভাল। আমরা যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করব। কিন্তু আগামী কয়েকমাসে ভারতের অনেকগুলি খেলা রয়েছে। তবে ১০ দিন ফাঁকা পেলেই বিয়ের ব্যবস্থা করব।’ ভুবির বিয়েতে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারেরও আসার কথা রয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘বিয়ের তারিখ ঠিক হয়ে যাওয়ার পরই আমরা মেরঠে জায়গা ঠিক করব। তবে সেটা দিল্লিতেও হতে পারে। দেখুন বিয়ে একবারই হয়। আর এটা একজনের জীবনের বিশেষ মুহূর্ত। তাই আমরা চাই সবাই আসুক ভুবির বিয়েতে। জাতীয় দলের প্রত্যেক ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো হবে। আশা করি প্রত্যেকেই সেখানে আসবে।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.