Advertisement
Advertisement

Breaking News

জন্মদিনে কুম্বলেকে চূড়ান্ত ‘অপমান’ বিসিসিআইয়ের, ক্ষুব্ধ নেটদুনিয়া

ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেও লাভ হয়নি৷

BCCI’s tweet ‘trifling’ Anil Kumble’s on b’day irks cricket fans
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 17, 2017 12:37 pm
  • Updated:May 15, 2021 11:54 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক৷ বিরাট অ্যান্ড কোম্পানির প্রাক্তন কোচ৷ বিশ্বের সর্বোচ্চ উইকেট প্রাপকদের মধ্যে তিন নম্বরে৷ চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন আইসিসি-র হল অফ ফেম-এ৷ সেই কিংবদন্তি অনিল কুম্বলেকে শুধুমাত্র ‘প্রাক্তন ভারতীয় বোলার’ বলে সম্বোধন করল বিসিসিআই৷ আর মঙ্গলবার তাঁর ৪৬ বছরের জন্মদিনে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের টুইট ঘিরে তৈরি হল তুমুল বিতর্ক৷

[দিন্দা-সামির আগুনে স্পেলে ছারখার কাইফরা, সাত পয়েন্ট বাংলার]

বিরাট কোহলি-অনিল কুম্বলে পর্ব যেন অতীত হয়েও হচ্ছে না৷ শ্রীলঙ্কায় সিরিজ জয়ের পর কৃতজ্ঞতার তালিকায় অনিলের নাম না রেখে বিরাট যেন তাঁর অপছন্দের কথাই জানান দিয়েছিলেন৷ আর জাম্বোর জন্মদিনে অনেকটা ক্যাপ্টেন কোহলির মেজাজই দেখাল বিসিসিআই৷ অত্যন্ত দায়সারাভাবে টুইট করে কুম্বলেকে জন্মদিনের শুভেচ্ছা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড৷ যেখানে লেখা ছিল, “প্রাক্তন ভারতীয় বোলারকে জন্মদিনের অনেক শুভেচ্ছা৷” আর এমন টুইটেই ক্ষুব্ধ নেটিজেনরা৷ কুম্বলের পাশে দাঁড়িয়ে সুর চড়ান তাঁরা৷ জাম্বোকে ন্যূনতম সম্মানটুকু কেন দেখাচ্ছে না বিসিসিআই? কেন প্রাক্তন অধিনায়ক ও কোচ সম্বোধন না করে তাঁকে শুধু বোলার বলা হল? এভাবে অনিলভাইকে অপমান করা হয়েছেই বলে মত ক্রিকেটপ্রেমীদের৷

Advertisement

kumble

কুম্বলে ভক্তদের কড়া সমালোচনার মুখে পড়ে শেষমেশ সেই পোস্ট মুছে ফেলে বোর্ড৷ ড্যামেজ কন্ট্রোল করতে এর বদলে  করা হয় একটি নতুন পোস্ট৷ যেখানে জাম্বোকে ‘প্রাক্তন অধিনায়ক’ এবং ‘কিংবদন্তি’ বলে সম্মান দেওয়া হয়৷ কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে৷ বিসিসিআইয়ের ভাবমূর্তি অন্তত কুম্বলে ভক্তদের কাছে ধাক্কা খেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ শুধু ভক্তরাই নয়, বিসিসিআই-এর এমন আচরণে ক্ষুণ্ন ক্রিকেট বিশেষজ্ঞরাও৷ অনেকের মতে, বিরাট কোহলির পাশাপাশি বোর্ডের চাপেই টিম ইন্ডিয়ার কোচ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কুম্বলে৷ যে সম্পর্ক এখনও জোড়া লাগেনি৷

[ভিভ রিচার্ডসের ৩৩ বছরের রেকর্ড ভাঙলেন এই অজি ব্যাটসম্যান]

 

এদিকে, এবারও টুইট করে নেটিজেনদের নজর কাড়লেন বীরেন্দ্র শেহবাগ৷ জাম্বোকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “ধনতেরসে ভারতীয় ক্রিকেটের সেরা ধনকে জন্মদিনের অনেক শুভেচ্ছা৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement