Advertisement
Advertisement

করবা চৌথের জন্য পিছল ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ

বিসিসিআই-এর এই সিদ্ধান্তে খুশি ডিডিসিএ৷

BCCI shifts the date of India-New Zealand ODI series.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 8, 2016 8:39 pm
  • Updated:September 8, 2016 8:39 pm  

 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজ পিছিয়ে দিল বিসিসিআই৷ ১৯ অক্টোবরের বদলে এই সিরিজ শুরু হবে ২০ অক্টোবর থেকে৷

Advertisement

১৯ অক্টোবর উত্তর ভারতের অধিকাংশ এলাকায় করবা চৌথ পালিত হবে৷ সেইদিনই প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজের৷ কিন্তু উত্তর ভারতে যে ভাবে এই উৎসব পালিত হয় স্বাভাবিকভাবেই ওই দিন ম্যাচ নিয়ে উত্তেজনা থাকলেও মাঠে দর্শক সংখ্যা কম হবে৷ তাই এধরনের গুরুত্বপূর্ণ ম্যাচ ডিডিসিএ চেয়েছিল পিছিয়ে শুরু হোক৷ এই চিন্তাভাবনার পরিপ্রেক্ষিতেই ডিডিসিএর সহ সভাপতি সি কে খান্না বিসিসিআইকে অনুরোধ করেছিলেন যাতে এই সিরিজ পিছিয়ে দেওয়া হয়৷ তাঁর অনুরোধের ভিত্তিতেই একদিনের সিরিজ পিছিয়ে দেওয়া হল৷ বিসিসিআই তাঁদের সিদ্ধান্তের কথা চিঠির মাধ্যমে জানিয়েছে ডিডিসিএকে৷ বিসিসিআই-এর এই সিদ্ধান্তে খুশি ডিডিসিএ৷

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement