Advertisement
Advertisement
বিসিসিআইয়ের নির্বাচন

বদলাচ্ছে বিসিসিআইয়ের নির্বাচনের দিন, ঘোষণা সুপ্রিম কোর্টের প্রশাসক প্যানেলের

নির্বাচনে ঢিলেমি চাইছে না প্রশাসক প্যানেল।

BCCI elections rescheduled to take place on October 23
Published by: Subhajit Mandal
  • Posted:September 24, 2019 4:05 pm
  • Updated:September 24, 2019 7:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিসিসিআইয়ের নির্বাচন নিয়ে আর গড়িমসি চাইছে না সুপ্রিম কোর্ট নির্ধারিত প্রশাসক প্যানেল। ২ রাজ্যের বিধানসভা নির্বাচন থাকলেও পিছিয়ে দেওয়া হচ্ছে না ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থার নির্বাচন। নির্ধারিত সময়ের একদিন পরেই তা আয়োজিত হবে। প্রথমে ঠিক হয়েছিল ২২ অক্টোবর বিসিসিআইয়ের নির্বাচন হবে। কিন্তু, নির্বাচন কমিশন ২ রাজ্যে নির্বাচন ঘোষণা করায় তা খানিকটা পিছোতে বাধ্য হয়েছে প্রশাসক প্যানেল। নতুন করে নির্বাচনের দিন ঠিক করা হয়েছে ২৩ অক্টোবর। এই নির্বাচনের ফলে, দীর্ঘদিন ধরে চলে আসা প্রশাসক প্যানেলের শাসনের অবসান ঘটতে চলেছে বোর্ডে।

[আরও পড়ুন: তৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বোলারকে ধাক্কা, আইসিসির শাস্তির মুখে বিরাট!]

মঙ্গলবার বিসিসিআই প্রশাসক প্যানেলের প্রধান বিনোদ রাই বলেন, “বোর্ডের নির্বাচন যথাসময়েই হবে। আমরা শুধু ভোট একদিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যার ফলে ২২ অক্টোবরের পরিবর্তে ভোট হবে ২৩ অক্টোবর। এ বিষয়ে আর কোনও জল্পনার জায়গা নেই।” প্রশাসক প্যানেলের আরেক সদস্য ডায়না এডুলজে বলছেন, “বিসিসিআইয়ের নির্বাচন নিয়ে আর কোনওরকম ঢিলেমি আমরা করতে চাই না। রাজ্যের ভোটের জন্য একটা দিন পিছিয়ে দিতে হয়েছে মাত্র। তাছা়ড়া সুপ্রিম কোর্টের রায়ই বলছে, রাজ্যের বোর্ডগুলিকে হয়তো কিছুটা সময় দেওয়া হতে পারে কিন্তু, বিসিসিআইয়ের নির্বাচন সময়মতোই হতে হবে।”

Advertisement

[আরও পড়ুন: কোহলিকে নকল করে ছবি পোস্ট, নেটদুনিয়ায় হাসির খোরাক পাক ক্রিকেটার]

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট গত শুক্রবারই যুগান্তকারী রায় দেয়। সর্বোচ্চ আদালত জানিয়ে দেয় সত্তোরোর্ধরা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও বোর্ডের সদস্য থাকতেই পারেন। সর্বোচ্চ আদালতের সেই রায়ে বোর্ড রাজনীতিতে ফের প্রাসঙ্গিক হয়ে উঠেছেন শ্রীনিবাসন। আপাতত নিজের মেয়েকে সামনে রেখে বোর্ডের ক্ষমতা দেখলের ছক কষছেন তিনি। শ্রীনি যাতে বেশি সময় না পান সেজন্যই হয়তো প্রশাসক প্যানেল ভোট দ্রুত করানোর চেষ্টা করছে। উল্লেখ্য, ইতিমধ্যেই সিএবি এবং তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সিএবিতে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তামিলনাড়ুতে শ্রীনির মেয়ের নির্বাচিত হওয়াও পাকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement