সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সফরে ভারতের ফলাফল মোটেই ভাল হয়নি। শুরুতে টি-২০ সিরিজ জিতলেও, তারপরই হারতে হয়েছে ওয়ান ডে সিরিজ। টেস্ট সিরিজও ইতিমধ্যেই হাতছাড়া হয়ে গিয়েছে ৩-১ এর ব্যবধানে। ৪-১ ম্যাচের ব্যবধানে হার বাঁচাতে লড়ছে বিরাট ব্রিগেড। বিশেষজ্ঞরা বলছেন, এই ম্যাচটিও হারার সম্যক সম্ভাবনা রয়েছে ভারতের। কিন্তু তাতে কী? রোজগার কিন্তু মন্দ করেননি ভারতীয় ক্রিকেটাররা। সম্প্রতি বিসিসিআইয়ের তরফে গত দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ক্রিকেটারদের দেওয়া বেতনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
গত কয়েকমাসের বেতন দেওয়ার পাশাপাশি যারা নিয়মিত টেস্ট দলের সদস্য তাঁরা ব়্যাঙ্কিংয়ে শীর্ষে থাকার জন্য আইসিসির তরফে যে বোনাস দেওয়া হয়, তার থেকেও অংশ পেয়েছেন। বিসিসিআইয়ের তরফে জানানো হয়, টেস্ট দলের প্রত্যেক সদস্যকে অতিরিক্ত ২৯ লক্ষ ২৭ হাজার ৭০০ টাকা করে দেওয়া হয়েছে। আর বেতন বাবদ প্রত্যাশিত ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রোজগার করেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধাওয়ানরা। একা কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য রোজগার করেছেন ১ কোটি ৫ লক্ষ টাকা। কোচ রবি শাস্ত্রী পেয়েছেন, ২ কোটি ৫ লক্ষ টাকা।
অন্যান্য ক্রিকেটারদের বেতন তালিকা-
হার্দিক পাণ্ডিয়া: প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা
চেতেশ্বর পুজারা: ১ কোটি ১ লক্ষ টাকা
ইশান্ত শর্মা: ১ কোটি ৩ লক্ষ টাকা
জশপ্রীত বুমরাহ: ১ কোটি ৭০ লক্ষ টাকা
দীনেশ কার্তিক: ১ কোটি ১৩ লক্ষ টাকা
অশ্বিন: ১ কোটি ২৫ লক্ষ টাকা
বিরাট কোহলি- ১ কোটি ২৫ লক্ষ
শিখর ধাওয়ান: ১ কোটি ১২ লক্ষ
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.